জিটিএ’র শিক্ষক নিয়োগ মামলা, স্বস্তি ৩১৩ জনের, চার সপ্তাহে হলফনামা জমার নির্দেশ
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জিটিএ’র শিক্ষক নিয়োগ মামলায় আদালতের রায়ে সাময়িক স্বস্তি ৩১৩ জনের। তাঁদের চাকরি বাতিল নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সেইসঙ্গে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার, জিটিএ সহ মামলায় যুক্ত সবপক্ষকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয় উচ্চ আদালতে।
ওই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ সম্প্রতি পাহাড়ের ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়। কিন্তু সিঙ্গেল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের ডিভিশন বেঞ্চে মামলা করেন শিক্ষকরা। মঙ্গলবার ওই মামলার শুনানি শেষের পর এদিন রায় ঘোষণা হয় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এই রায়ে কিছুটা হলেও স্বস্তি মিলল বলে জানিয়েছেন ৩১৩ জনের তালিকায় থাকা শিক্ষকরা।
এদিন ডিভিশন বেঞ্চ কী রায় দেয়, তা জানার জন্য হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সকাল থেকেই হাজির ছিলেন পাহাড়ের শিক্ষক নেতারা। পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন মামলাকারী শিক্ষক-শিক্ষিকারাও। জিটিএ’র পক্ষের আইনজীবী দিগেন লামা বলেন, সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর এদিন ডিভিশন বেঞ্চ ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে জিটিএ, রাজ্য সরকার সহ মামলায় যুক্ত সবপক্ষকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।