বাংলাদেশকে বয়কটের ডাক বিজেপির, শিলিগুড়িতে চিকিৎসা না দেওয়ার আহ্বান
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ অব্যাহত উত্তরবঙ্গে। বুধবার দশের জাতীয় পতাকা নিয়ে শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়িতে আন্তর্জাতিক স্থলবন্দরে বিক্ষোভ দেখায় বিজেপি। পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশকে বয়কট করার ডাক দিয়েছেন। তাঁদের বক্তব্য, ওই দেশে সংখ্যালঘুদের উপর যে ধরনের অত্যাচার চলছে, ভারত বিরোধী কথা বলা হচ্ছে তা বরদাস্ত করা যায় না। তাই বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা এবং বাণিজ্য বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
পদ্মাপাড়ে অশান্তি অব্যাহত। প্রতিদিনই সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। কয়েকদিন আগে দীপু দাস নামে এক যুবককে হত্যা করা হয়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই অবস্থায় এদিন ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের স্থলবন্দরে বিক্ষোভ দেখায় বিজেপি। এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিক্ষোভকারীদের হাতে ছিল দেশের জাতীয় পতাকা। তারা স্থলবন্দরে বাংলাদেশের পণ্যবোঝাই একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান।
এমনকী, ফুলবাড়িতে একটি নার্সিংহোমে গিয়ে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার আবেদন জানান বিজেপি বিধায়ক। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর ভয়াবহ অত্যাচার চলছে। নৃশংসভাবে নিরীহ যুবক দীপু দাসকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে চলছে উসকানি। এসবের প্রতিবাদেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা প্রদান না করার আহ্বান জানিয়েছি।
এদিন বাংলাদেশ ইস্যুতে ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর নেতৃত্বেও বিজেপি বিক্ষোভ দেখায়। তিনদিনে শিলিগুড়িতে প্রায় পাঁচটি জায়গা বিক্ষোভ দেখিয়ে বিজেপি সহ বিভিন্ন সংগঠন। শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন গ্রহণ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল দে ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন দু’জনেই বলেন, বাংলাদেশ ইস্যুতে সকলেই রাস্তায় রয়েছি।
বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার এখনও তেমন কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। তা সত্ত্বেও বিজেপি নেতৃত্ব বাংলাদেশকে বয়কটের ডাক দেওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি বিধায়ক শিখাদেবী অবশ্য বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। তাই ওদের বয়কটের ডাক দিয়ে কোনও অন্যায় করিনি।