• ফেস্টিভ মুডে জঙ্গলমহল, ছুটি বাতিল বনদপ্তরের
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ফেস্টিভ মুডে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। আজ, বৃহস্পতিবার বড়দিন ও আসন্ন নিউ ইয়ারকে কেন্দ্র করে উৎসবের মেজাজে রয়েছেন পর্যটকরা। অযোধ্যা পাহাড় সহ জঙ্গলমহলের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে উঠেছে। এই আবহে ইতিমধ্যে দূরদূরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। পর্যটকদের ভিড় ক্রমশ বাড়বে। 

    পুরুলিয়া বনবিভাগের আধিকারিকদের দাবি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে। নিউ ইয়ারের জানুয়ারি মাস পর্যন্ত পাহাড় সহ প্রতিটি পর্যটন কেন্দ্রেই পর্যটকরা ভিড় জমাবেন। দূরদূরান্তর থেকে ঘুরতে ও পিকনিক করতে আসা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা বনদপ্তরের কর্তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে পুরুলিয়া ডিভিশনের অধীন কর্মরত সব আধিকারিক থেকে শুরু করে বন কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। 

    এবিষয়ে ডিএফও অঞ্জন গুহ বলেন, ইতিমধ্যে সকলের ছুটি বাতিল করা হয়েছে। সেইসঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে। বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও রেঞ্জ ভিত্তিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পর্যটকেরা যে কোনও সমস্যায় পড়লে নির্দিষ্ট কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। পর্যটকদের সহায়তায় হেল্প ডেস্কও সবসময় অ্যাক্টিভ থাকবে। 

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বড়দিনের আবহে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় উপচে পডছে। বর্ষ বিদায় ও বর্ষ বরণের দিনগুলিতেও তা অব্যাহত থাকবে। ইতিমধ্যে জেলার প্রতিটি ট্যুরিস্ট লজ ও গেস্ট হাউসগুলিতে পর্যটকরা এসে গিয়েছেন। কর্তৃপক্ষের দাবি, নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১০০ শতাংশ বুকিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে, বড়দিনের আগেই শেষ সপ্তাহের শনি ও রবিবার মিলিয়ে শুধুমাত্র পুরুলিয়া ডিভিশনের অধীন পর্যটন কেন্দ্রগুলিতে ২৫ হাজারের বেশি পর্যটকের পা পড়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেই আধিকারিকরা দাবি করছেন। 

    পুরুলিয়া বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পাহাড়ে আনুমানিক এক লক্ষ পর্যটকের পা পড়েছিল। এবছর সেই সংখ্যা দু'লক্ষের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফে পুরুলিয়া ডিভিশনের অধীন প্রতিটি রেঞ্জ এলাকায় পৃথকভাবে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা প্রতিটি কন্ট্রোল রুম চালু থাকবে। এছাড়াও, ডিভিশন স্তরেও কন্ট্রোল রুম চালু করা হয়েছে। অন্যদিকে, পর্যটনের মরশুমে পাহাড়ী এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও নজরদারি শুরু করা হয়েছে। নাকা চেকিং শুরু হয়েছে। 

     বড়ন্তি পর্যটন কেন্দ্র। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)