• তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: বুধবার তমলুক শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে ২৭তম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন হল। আগামী ১জানুয়ারি পর্যন্ত ওই মেলা চলবে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজিতকুমার নায়েক মেলার উদ্বোধন করেন। তিনি মেলা কমিটির সভাপতিও। রাজবাড়িজুড়ে মেলার স্টল বসেছে। নাগরদোলা থেকে ছোটদের বিনোদনের নানা উপকরণ হাজির হয়েছে। এছাড়াও গৃহস্থালির নানা প্রয়োজনীয় জিনিস থেকে পোশাক, খাবারের স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলা কমিটির সম্পাদক তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ ছাড়াও কাউন্সিলার দেবশ্রী মাইতি, অলোক সাঁতরা, চন্দন রায়, তৃপ্তি ভট্টাচার্য ও আনোয়ারা বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শহরের বিশিষ্ট নাগরিকদের অনেকে মেলার অনুষ্ঠানে শামিল হন। বিদেশ থেকে তিন বৌদ্ধ ধর্মগুরু এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    গত কয়েক বছর এই মেলা চলাকালীন রাজবাড়িতে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেন রাজবাড়ির সদস্য তথা কমিটির সম্পাদক দীপেন্দ্রনারায়ণবাবু। এবারও ২৬-২৮ ডিসেম্বর রাজবাড়িতে তিনদিনের আন্তর্জাতিক সেমিনার হবে। প্রাচীন তাম্রলিপ্ত নগর ও বন্দরের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য, এই বন্দরে চীনা ব্যবসায়ীদের বাণিজ্য, তাম্রলিপ্ত নগরের সঙ্গে বৌদ্ধ ধর্মগুরুদের যোগাযোগ ও তার বিস্তার সহ দেশ বিদেশের বিশিষ্টরা বক্তব্য রাখবেন। এখানে তাঁদের লেখা প্রকাশ হবে। অন্তত ১৩টি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)