• আজ মহিষাদলে গান্ধী মেলার উদ্বোধন, রয়েছে নানা অনুষ্ঠান
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলে গান্ধীজির ৮১তম আগমন দিবস উপলক্ষ্যে আজ, ২৫ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাতদিনের গান্ধী মেলা। মহিষাদলের এক্তারপুর গ্রামে হিজলি টাইডাল ক্যানেলের পাশে গান্ধীজির স্মৃতিধন্য গান্ধীকুটির ঘিরে মেলার আয়োজন করা হয়। ১৯৪৫সালের ২৫ডিসেম্বর মহিষাদলে এসেছিলেন গান্ধীজি। তিনি সোদপুর গান্ধী আশ্রম থেকে জলপথে স্টিমার ও নৌকায় চড়ে ডায়মন্ডহারবার হয়ে মহিষাদলের এক্তারপুর শিশুসদনে পৌঁছন। ওইসময় তাঁর জন্য আলাদা কুটির তৈরি হয়েছিল। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় এলাকার মানুষের সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি। ২৫-২৯ ডিসেম্বর পর্যন্ত ছিলেন। তাঁর ওই সফরকে কেন্দ্র করে প্রতি বছর মহিষাদলে গান্ধীমেলা অনুষ্ঠিত হয়। সেখানে সেমিনার ও আলোচনাসভার মাধ্যমে তাঁর ভাবদর্শন ও অহিংস আন্দোলনের বার্তা পৌঁছে দেয় মেলা কমিটি। ৩১ডিসেম্বর পর্যন্ত গান্ধী মেলা চলবে। 

    মেলায় গান্ধী দর্শনের উপর আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন শতায়ু স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত, মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মহিষাদলের গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। মেলা উদযাপন সমিতি ওই মেলা আয়োজন করে। সমিতির কর্মকর্তা প্রণব দাসবায়েন বলেন, প্রতিদিনই গান্ধীদর্শনের উপর আলোচনা সভা ও গান্ধীকুটিরে প্রার্থনা সভা হবে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, সমবায় ও প্রাণিসম্পদের উপর আলোচনা ও কর্মশালা রয়েছে। মেলায় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে জোর দেওয়া হয়। নকশা বড়ি তৈরি, আল্পনা, পিঠেপুলির প্রতিযোগিতা হবে। ২৫ডিসেম্বর সকাল ৯টায় আল্পনা ও গয়না বড়ির প্রতিযোগিতা রয়েছে। বিকেলে রামধনু সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হবে মেলার। ২৬ডিসেম্বর আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতা, ২৭ডিসেম্বর মাউথ অরগ্যান বাজানো প্রতিযোগিতা হবে। এছাড়াও রয়েছে ক্যুইজ, নৃত্য ও গানের প্রতিযোগিতা। মেলায় চারদিন নাটক ও শেষ দু’দিন যাত্রানুষ্ঠান রয়েছে। 

    মেলার আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা এবং বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, এই মেলা মহিষাদলের ঐতিহ্য। গান্ধী কুটির মহিষাদলের একটি দ্রষ্টব্য স্থান। বহু মানুষ এখানে আসেন। মেলার আগে গান্ধী কুটির নতুন করে সংস্কার হয়েছে। গান্ধী কুটির ঘিরে স্বাধীনতা সংগ্রামের একটি মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)