• রাস্তা, সুস্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস বিষ্ণুপুরে, বাইপাসে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার বিষ্ণুপুরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হয়। সাতটি রাস্তা ও একটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস এবং একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এদিন উদ্বোধন হয়। এছাড়াও বিষ্ণুপুর শহরের বাইপাসে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়। ব্লক এলাকার সবকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দোলগোবিন্দ পরামানিক। শহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী, ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়াল প্রমুখ। 

    বিধায়ক বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পের টাকা আটকে রেখে বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিল। কিন্তু, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে বাংলার মানুষের জন্য দরাজ হস্তে রাজ্যের কোষাগার থেকেই একের পর এক প্রকল্প তৈরি করে চলেছেন। পাড়ায় সমাধানে বুথ পিছু ১০লক্ষ টাকা থেকে শুরু করে পথশ্রীতে রাজ্যে ২০হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছেন, যা এক কথায় নজিরবিহীন। বাংলার মানুষ তার জন্য কৃতজ্ঞ। আপনারা সকলেই তাঁর পাশে দাঁড়ান। তিনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। 

    বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দোলগোবিন্দ পরামানিক বলেন, পথশ্রী প্রকল্পে আমাদের ব্লকে ৩৩টি রাস্তা তৈরি হবে। যার মোট দৈঘ্য ৭৬কিলোমিটার। খরচ হবে ৪০কোটি টাকা। কোনও রাজ্যে একসঙ্গে এতো রাস্তা তৈরির কথা শুনিনি। এটা আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রীর জন্যই সম্ভব। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান বলেন, পুর ও নগরান্নোয়ন দপ্তরের মাধ্যমে বিষ্ণুপুরে ভগৎ সিং মোড় বাইপাসে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এদিন থেকেই চিকিৎসা পরিষেবা শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে তিনজন চিকিৎসক, প্রয়োজনীয় নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। শহরের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় পুরসভা এলাকা ছাড়াও পাশের গ্রামাঞ্চলের রোগীরাও এখানে চিকিৎসা করাতে পারবেন।  

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলশুলিয়া গ্রামপঞ্চায়েতের আধকাটা থেকে হাতবাড়ি, বাঁকাদহ পঞ্চায়েতের চিৎরং থেকে পিয়ারডোবা রেল ফটক, উলিয়াড়া পঞ্চায়েতের শিবতলা থেকে পানরডাঙর, ভড়া পঞ্চায়েতের চণ্ডীতলা থেকে জামতলা পর্যন্ত সহ সাতটি রাস্তার শিলান্যাস হয়। তাতে সব মিলিয়ে খরচ হবে প্রায় ৪ কোটি ১৫লক্ষ টাকা। এছাড়াও এদিন অযোধ্যা গ্রামপঞ্চায়েতের দামোদরপুরে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস হয়। তারজন্য বরাদ্দ হয়েছে ৬৫লক্ষ টাকা এবং অযোধ্যার কুসবনায় ১২টাকা খরচে তৈরি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হয়।  
  • Link to this news (বর্তমান)