নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলিতে নিজের বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকাল সোয়া ৭টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাটুলি থানার ই- ব্লকের বাঘাযতীন এলাকায়। মৃতের নাম সমীর ধর (৬৯)।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, বুধবার সাত সকালে ভারী কিছু পড়ার শব্দ শুনে আমরা ছুটে গিয়েছিলাম। দেখা যায়, সমীরবাবু রক্তাক্ত ব্যালকনির ঠিক নীচে পড়ে আছেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ‘এটা নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা তদন্তে তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।’ তদন্তে নেমে সমীরবাবুর স্ত্রী সুচিত্রা ধর এবং বউমা অনুরূপাদেবী সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন পাটুলি থানার তদন্তকারী পুলিশ অফিসার। তাঁরা পুলিশকে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন সমীরবাবু।’ তার জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে এখনও অসঙ্গতি মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় পাটুলি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি কেউ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে, সবদিক খোলা রেখে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।