কয়লার ব্যবসায় মন্দা, পেমেন্ট দিতে মামাবাড়ি থেকে ২৫ লক্ষের গয়না নিয়ে উধাও দুই ভাগ্নে
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় বলে ‘জন, জামাই, ভাগনা/তিন নয় আপনা’! বহুল প্রচলিত এই প্রবাদই যেন সত্যি করে দেখালেন কোটিপতি দুই ভাগ্নে অঙ্কিত আর অক্ষয় আগরওয়াল। মন্দা চলছিল ব্যবসা। পাওনাদারদের পেমেন্ট বাকি। যাদপুরের অভিজাত আবাসন সাউথ সিটিতে মামার ফ্ল্যাটে বেড়াতে এসে আলমারির লকার খুলে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেয় দুই ভাগ্নে। গত আগস্ট মাসে রাখি পূর্ণিমার দিন এই চুরির ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছিল দুই ভাগ্নে। নজরদারি শুরু করেন তদন্তকারীরা। জানা যায়, বড় ভাগ্নে অঙ্কিত ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। আর ভোট ভাগ্নে অক্ষয় কলকাতার আশপাশে থাকছেন। মাঝেমধ্যে আসছেন নিউটাউনের বাড়িতে। গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, মঙ্গলবার বাড়িতে ফিরবেন অক্ষয়। সে অনুযায়ী ফাঁদ পাতা হয়। নিউটাউনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ছোট ভাগ্নেকে। জেরায় চুরির কথা স্বীকার করে অক্ষয় জানান, গয়না রয়েছে দাদা অঙ্কিতের কাছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুই ভাই অঙ্কিত ও অক্ষর কয়লা তোলার কারবার করে। কয়লা উত্তোলনের টেন্ডার ধরে তাঁরা। বছরে কয়েক কোটি টাকার টার্নওভার। সম্প্রতি তাঁদের ব্যবসায় মন্দা দেখা দেয়। দুই ভাই ঠিক করে, মামার বাড়ির সোনার গয়না হাতিয়ে সেগুলি বিক্রি করে বিভিন্ন জায়গায় পেমেন্ট দেবে। সেইমতো রাখি পূর্ণিমার দিন মামার ফ্ল্যাটে পৌঁছন তাঁরা।
মামা নয়ন জয়সওয়ালকে (নাম পরিবর্তিত) জানান, শরীর খারাপ, তাই অঙ্কিত এখানেই থাকবে। অক্ষয় বাড়ির সবাইকে বাইরে ডিনার করাতে নিয়ে যাবেন। পরিকল্পনা ফলপ্রসূ হয়। তদন্তকারীরা বলছেন, ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগ নিয়ে অঙ্কিত মামী দিব্যা জয়সওয়ালের (নাম পরিবর্তিত) ঘরে ঢুকে আলমারির চাবি হাতান। এরপর লকারে থাকা সমস্ত গয়না বের করে ব্যাগে ভরেন। রাত দুটো নাগাদ অক্ষয় সকলকে নিয়ে বাড়ি ফেরে। রাতে দুই ভাইই মামার বাড়ি থেকে যাযন। সকালে প্রাতঃরাশ সেরে দুই ভাই মামীকে বলেন, তাঁরা নিউটাউনে ফিরে যাচ্ছেন। যাওয়ার সময় মামী তাঁদের প্যাকেট ভর্তি ফল উপহার দেন। এই সময় ছোট ভাগ্নে অক্ষয় আরও একটি প্লাস্টিকের ব্যাগ চেয়ে নেন মামীর কাছ থেকে। সেই প্যাকেটের মধ্যে চুরির গয়না ভরে চম্পট দেন দুই গুণধর ভাগ্নে। পুলিশের কাছে করা অভিযোগে জয়সওয়ালরা জানিয়েছেন, ভাগ্নেরা বেরিয়ে যাওয়ার দিব্যা জয়সওয়াল টাকা রাখার জন্য আলমারি খুলতেই গয়না লোপাটের বিষয়টি সবার নজরে আসে। বিস্তর খোঁজাখুঁজির পরও গয়না না মেলায়, চুরির বিষয়টি সামনে আসে। সন্দেহ যায় দুই ভাগ্নের দিকে। তারপরই অভিযোগ দায়ের করা হয় যাদবপুর থানায়।