• ঢোলাহাটে যাত্রী বোঝাই বাসে লরির ধাক্কায় মৃত ১, আহত ৯
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন আরও নয় জন। ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানার কৌতলা এলাকায়। মৃত মহিলার নাম অজিওয়ন বিবি (৫৮)। বাড়ি ঢোলাহাটের উত্তরাবাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে যাত্রী বোঝাই একটি বাস জুমাইনস্কর থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল। সেই সময় লক্ষ্মীকান্তপুরের দিক থেকে একটি পাথর বোঝাই লরি জুমাইনস্করের দিকে আসছিল। কৌতুলা এলাকায় স্টপের কাছে বাস পৌঁছলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা মারে। এরপরই বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা তড়িঘড়ি বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এই ঘটনার জেরে বেশ কিছু সময় ধরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাসের চালক মহিউদ্দিন খান বলেন, লরিটি খুবই গতিতে আসছিল। সম্ভবত গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। বিষয়টি বুঝতে পেরে রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে দিয়েছিলাম। কিন্তু তাও শেষ রক্ষা হয়নি। লরিটি এসে সজোরে বাসের বাম দিকে ধাক্কা মারে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরই লরির চালক ও খালাসি পালিয়ে যায়। পরে অবশ্য পুলিশ গাড়ির চালককে আটক করেছে। মৃত মহিলার দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)