পাঁচ মাসে বারাকপুর শিল্পাঞ্চলে প্রায় ১২০০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ৬৬
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: লাগাতার অভিযান। তাতেই এল সাফল্য। গত পাঁচ মাসে বারাকপুর শিল্পাঞ্চলে ১ হাজার ১৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে। মূলত তারাই ক্যারিয়ার হিসেবে কাজ করেন। লোকাল ট্রেনে, বাসে করে মহিলারা গাঁজা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। তদন্তকারীদের মতে, কোচবিহার থেকে রেল ও সড়ক পথে গাঁজা নিয়ে আসা হয়। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ পাচার রুখতে বিশেষ অভিযান শুরু করেছে।
জুন মাস থেকে বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নির্দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। মূলত কাঁচরাপাড়া, জেটিয়া, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, নিউ বারাকপুর এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতে এইসব গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। গাঁজার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে সোর্স নেটওয়ার্কও বাড়াতে হয়েছে। কিছুদিন আগে নৈহাটি স্টেশনে এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় চারটি বস্তা দেখে সন্দেহ হয়েছিল রেল পুলিশের। খুলে তাঁরা দেখে, চারটি বস্তাতেই রয়েছে গাঁজা। যার পরিমাণ ৭৮ কেজি। গ্রেফতার করা হয়েছিল চারজনকে। অধিকাংশ গাঁজা ডেলিভারি করা হয় নিউ বারাকপুর থানা এলাকার সাজিরহাট, বিলকান্দা, মুড়াগাছা মোড় এলাকায়। সেখান থেকেই গাঁজা বিক্রেতাদের কাছে পুড়িয়া চলে যায়। সেগুলি ৫০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। মাঝে মধ্যেই নিউ বারাকপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশের চোখ এড়াতে ট্রেন এবং বাসে করে নিয়ে আসা হয়। ডেলিভারি বয়ের মতো ডেলিভারি ক্যারিয়ারের ভূমিকায় থাকে মহিলারাও।
বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানান, গত জুন মাস থেকে গাঁজা পাচার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ হাজার ১০০ কেজির বেশি উদ্ধার হয়েছে। অভিযান আরও চলবে। গাঁজা পাচার বন্ধ করা আমাদের অন্যতম উদ্দেশ্য। গাঁজা নিয়ন্ত্রণ করতে পারলে বারাকপুর শিল্পাঞ্চলে অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে।