• ডব্লুবিসিএস-দের পদোন্নতির সুযোগ বৃদ্ধিতে সচেষ্ট রাজ্য
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডব্লুবিসিএসদের  (এগজিকিউটিভ) সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গত মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে উঠে আসা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই সভায় আলোচনা হয়েছে, স্পেশাল সেক্রেটারি হিসেবে ১ বছর কাজ করলে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ দেওয়া হবে। পাশাপাশি উচ্চপদে যেমন, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি ও স্পেশাল সেক্রেটারি পদে প্রমোশনের ক্ষেত্রে যে স্থিরতা তৈরি হয়েছে, তা কমানোর জন্য পদের সংখ্যা আরও বাড়িয়ে পদোন্নতির সুযোগ বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যসচিবের নেতৃত্বে থাকা ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) ক্যাডার রিভিউ কমিটিকে বিষয়গুলোকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আধিকারিকদের ডেপুটি সেক্রেটারি হওয়ার সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১৪ বছর করা হবে বলে ঠিক হয়েছে। এই বিষয়গুলি জানিয়ে ডব্লুবিসিএস অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছেন মমতা।
  • Link to this news (বর্তমান)