• একাধিক পরকীয়ার জেরেই কি খুন রাজাবাজারের ফল বিক্রেতা?
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনদিন পার হতে চলেছে। কিন্তু রাজাবাজারে দিনের আলোয় ফল বিক্রেতা খুনের ঘটনায় আততায়ীকে গ্রেফতার করতে পারেনি কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্র জানাচ্ছে, ‘একাধিক পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ফল বিক্রেতা মেহবুব। যার বদলা নিতেই খুন করা হয়েছে তাঁকে। এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) দীপক সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ ইতিমধ্যেই আমরা আততায়ীকে চিহ্নিত করতে পেরেছি। খুনের কারণ বা মোটিভ আমাদের কাছে পরিষ্কার। তবে তদন্তের স্বার্থে এনিয়ে বিস্তারিত তথ্য জানতে পারছি না।’

    নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক অফিসার জানিয়েছেন, আততায়ীর খোঁজে ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানার টিম ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। তবে এখনও আততায়ীর নাগাল পাওয়া যায়নি।’ সূত্রের খবর, ‘এই নৃশংস খুনের তদন্তে গোড়ার দিকে একাধিক কারণ উঠে এসেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ফুটপাতে দোকান লাগানো নিয়ে অন্য এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বচসা। দ্বিতীয়ত, বাজারে মোটা টাকা ধার ছিল মেহবুবের। তা নিয়ে বচসার জেরেই খুন হয়েছেন তিনি। তবে তদন্তের শেষ পর্যায়ে এসে পুলিশ জানতে পারে, একাধিক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ওই ফল বিক্রেতা। যার বদলা নিতেই খুন করা হয়েছে তাঁকে।

    উল্লেখ্য, সোমবার সকাল ৯টা নাগাদ ব্যস্ত রাজাবাজার মোড়ে বাইকে চেপে এসে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বছর একচল্লিশের ফল বিক্রেতা মেহবুব আলমকে। তদন্তে নেমে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে। পাশাপাশি, এলাকার সিসি ক্যামেরার ফুটেজও হাতে এসেছে পুলিশের।
  • Link to this news (বর্তমান)