তাইওয়ানে সীমান্তে কি নজরদারি চালাচ্ছে চিন? তাইওয়ানের জাতীয় সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ছ'টা নাগাদ দেশের আকাশসীমায় ছ'টি চিনা ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পাশাপাশি তাইওয়ান সাগরে মিলেছে আটটি জলসুরক্ষা বাহিনীর ভেসেল এবং একটি জাহাজের সন্ধানও।
পৌষমেলার ভিড় সামাল দিতে বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে বিশেষ ট্রেন । মোট ১১টি কোচের এই বিশেষ ট্রেনে থাকবে ৯টি সাধারণ ও দু'টি সংরক্ষিত কামরা। ২৮ ডিসেম্বর অর্থাৎ পৌষমেলার শেষ দিন পর্যন্ত এই ট্রেন চালানো হবে। প্রতিদিন সকাল ৭টা ১৫তে হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন। বোলপুর পৌঁছবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আবার ১১টা ৫০ মিনিটে বোলপুর থেকে ছেড়ে হাওড়া ঢুকবে দুপুর ২ টো ৪৫ মিনিটে। ব্যান্ডেল, বর্ধমান ও গুসকরা স্টেশনে থাকবে স্টপেজ
বড়দিনে যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মতোই বড়দিনে শহরের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৩.২ ডিগ্রিতে, পুরুলিয়ায় ৯.৮ ডিগ্রি এবং সাগরদ্বীপে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে পাহাড় থেকে উপকূল— সর্বত্রই শীতের দাপট জারি।