• বড়দিন টু বর্ষবরণ, ঠান্ডা ঠান্ডা কুল কুল
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: বড়দিনের আগেই ১৫ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ভোরে ১৪ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। বড়দিন থেকেই রাজ্য জুড়ে বাড়বে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার দাপট বাড়ার কথাও আজ, বৃহস্পতিবার থেকেই।

    বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। অর্থাৎ, ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। তার পরের চার দিনে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। ফলে, শীতের আমেজ দিনকয়েক স্থায়ী হওয়ার কথা। অন্যদিকে উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে ৮ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ।

    বুধবার ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে আগামী কয়েকদিন সেখানে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরইমধ্যে পাশাপাশি কুয়াশার দাপট চলছে সর্বত্রই। উত্তরবঙ্গেও গোটা ডুয়ার্স জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট। সকাল ৯ টার পরেও রাস্তায় বাতি জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িকে। আগামী কয়েকদিন দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারে।

    দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিন। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মালদা–সহ উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

  • Link to this news (এই সময়)