• বড়দিন থেকে শীতে কাবু কলকাতা, তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে; আবহাওয়ার খবর
    আজ তক | ২৫ ডিসেম্বর ২০২৫
  • বড়দিনে তীব্র শীতে কাঁপবে বাংলা। উত্তরবঙ্গে ইতিমধ্যে কাঁপাচ্ছে শীত। দক্ষিণবঙ্গে এবারে হাড় কাঁপানো শীত উপভোগের পালা। আজ থেকেই দক্ষিণবঙ্গবাসীকে কাবু করতে চলেছে শীত। রাতের তাপমাত্রা নামবে ২-৩ ডিগ্রি।

    দক্ষিণবঙ্গের তাপমাত্রা
    ডিসেম্বরের শেষে দক্ষিণবঙ্গে শেষমেশ শীতের কামড়। আজ শীতের আমেজ আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা কেটেছে। আরও জাঁকিয়ে শীত পড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে ১২- ১৩ ডিগ্রিতে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২- ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। পুরুলিয়াতে তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। বীরভূম, বাঁকুড়াতেও জাঁকিয়ে শীত। সেইসঙ্গে থাকবে ঘন কুয়াশা।  ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত সব জেলাতেই তাপমাত্রার পতন হবে। এরপর রবিবার থেকে পয়লা জানুয়ারি তাপমাত্রা একই থাকবে। আজ বড়িন, ২৫ ডিসেম্বরে কলকাতায় দিনের তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকার সম্ভাবনা।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গেও শীতের দাপটে কাবু হবে মানুষজন। উত্তুরে হাওয়ার প্রভাবে শীত শরীরে কামড় বসাবে। সই সঙ্গে ঘন কুয়াশার দাপট। আগামী দু'দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামবে। উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা থাকতে পারে ৯ -১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কুয়াশার জেরে দৃশ্যমানতা নামবে।

    দুই বঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।
  • Link to this news (আজ তক)