• হাঁটতে বেরিয়ে আততায়ীর গুলিতে খুন আলিগড়ের স্কুল শিক্ষক, তদন্তে পুলিশ
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • আততায়ীদের গুলিতে মৃত্যু হলো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন এবিকে স্কুলের এক শিক্ষকের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির কাছে। পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষকের নাম রাও দানিস আলি। তিনি এবিকে স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক ছিলেন। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সহকর্মীদের সঙ্গে ক্যাম্পাসের মধ্যেই হাঁটতে বেরিয়েছিলেন দানিস। সেই সময়েই দু’জন আততায়ী তাঁর মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তবে, বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন দানিস। বুধবার সন্ধ্যায় দুই সহকর্মীর সঙ্গে ক্যাম্পাসের মধ্যেই হাঁটছিলেন দানিস। তখনই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুটারে চড়ে তাঁদের সামনে আসে। দু’জনেই পিস্তল বের করে দানিসের কপাল লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দানিস। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, দানিসকে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়।

    পুলিশ সুপার নীরজ কুমার জাদন জানিয়েছেন, ঘটনার পরে দানিসের সহকর্মীরা তাঁকে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পুলিশের তরফে ছটি তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পুরোনো কোনও শত্রুতা না কি অন্য কোনও কারণে দানিসকে খুন করা হলো তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

  • Link to this news (এই সময়)