• DA রায় কবে! অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, নয়াদিল্লি: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা কি আদৌ পাবেন? এর জন্য সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য সরকারের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা। কিন্তু সেই রায় কবে বেরোবে, তা নিয়ে এখনও ধন্দে তাঁরা।

    এই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। শুনানির পরে রায়দান রিজ়ার্ভ করা হয়েছে। ওই দিন আদালত নির্দেশ দিয়েছিল, দ্রুত সব পক্ষকে তাদের কাউন্টার হলফনামা জমা দিতে হবে৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই হলফনামা ও অন্যান্য নথি জমা দেওয়ার কাজও সেরে ফেলেছে সব পক্ষ৷ এর পরেও কেটে গিয়েছে প্রায় তিন মাস৷ এখনও ডিএ মামলার রায়দান করা হয়নি৷ এ দিকে বছর শেষ হতে চলেছে৷ এই পরিস্থিতিতে নতুন বছরে আদালত রায় দেয় কি না, সে দিকে তাকিয়ে মামলাকারীরা।

    ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়’-এর অন্যতম শীর্ষ নেতা শ্যামল মিত্র বুধবার বলেন, ‘শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে, যে ভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের মনোভাবকে কাঠগড়ায় তুলে, তার পরে এতদিন কেন ডিএ মামলার রায়দান হলো না, তা নিয়ে আমরা বিস্মিত৷ আসলে আমরা সবাই আদালতের নির্দেশের জন্যই অপেক্ষা করছি।’ জানুয়ারিতে এই মামলায় রায় বের হয় কি না, তার দিকে তাকিয়ে আছেন মামলাকারীরা৷

    আইনজ্ঞদের যুক্তি, ডিএ–র বিষয়টি অত্যন্ত জটিল৷ সব দিক বিবেচনা করেই রায়দান করবে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের এক বর্ষীয়ান আইনজীবীর দাবি, ‘পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায় দেশের অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের উপরেও প্রভাব বিস্তার করতে পারে, শুনানি চলাকালীন এমনও জানিয়েছিল আদালত৷ কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাংশও বাড়তি ডিএ-র দাবিতে মামলা করেছেন শীর্ষ আদালতে৷ সেই মামলার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায়ের প্রভাব পড়তে পারে৷ তাই সব দিক বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত নেবে৷’

  • Link to this news (এই সময়)