• মাত্র ৬ লাখে ফ্ল্যাট নিউ টাউনে! কোথায় আবেদন করবেন?
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: নিম্ন ও মধ্য আয়ের মানুষজনের মাথায় ছাদ গড়ে দিতে উদ্যোগী রাজ্য। সেই লক্ষ্যেই এ বার নিউ টাউনের অ্যাকশন এরিয়া–২ এ ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ নামে দু’টি আবাসন প্রকল্প তৈরি হচ্ছে। প্রথম প্রকল্পে মাত্র ছ’লক্ষ টাকায় এক কামরার ফ্ল্যাট মিলবে। দ্বিতীয় প্রকল্পটিতে দু’কামরার ফ্ল্যাটের দাম ধার্য হয়েছে ৩২ লাখ।

    ‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি ফ্ল্যাট হবে। কার্পেট এরিয়া ২৯৮ বর্গফুট। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার মধ্যে হতে হবে। আবেদন করতে জমা দিতে হবে ৬০ হাজার টাকা। যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। বর্তমানে নিউ টাউনে এই ধরনের ফ্ল্যাটের দাম ১৫ লক্ষ টাকার উপরে। এই প্রথম নয়, এর আগেও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য নিউ টাউনের অ্যাকশন এরিয়া–৩ এ আবাসন তৈরি করেছিল রাজ্য।

    ‘সুজন্ন’ প্রকল্পে ৭২০টি দু’কামরার ফ্ল্যাট বানাবে রাজ্য। ফ্ল্যাটের কার্পেট এরিয়া ৬১৭ বর্গফুট। দাম ৩২ লক্ষ টাকা। এ ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। আবেদন করার জন্য জমা করতে হবে ৩ লক্ষ ২০ হাজার টাকা। এ ক্ষেত্রেও লটারির মাধ্যমে মিলবে ফ্ল্যাট।

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই আবাসন প্রকল্পে রাজ্য সরকার কয়েক কোটি টাকার ভর্তুকি দিচ্ছে, যাতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ সহজ শর্তে শহরের কাছাকাছি নিজের ফ্ল্যাট কিনতে পারেন। দু’টি প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারের সংস্থা হিডকো। বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। ২০২৬–এর ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে www.wbhidcoltd.com সাইটে।

  • Link to this news (এই সময়)