রহস্যজনক ভাবে তিন দিন ধরে নিখোঁজ কাটোয়ার এক BLO। শুনানির আগে আচমকাই তাঁর এ ভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে পড়ে তাঁর ফোন, BLO-এর পরিচয়পত্র, SIR সংক্রান্ত কাগজপত্র। পরিবারের তরফে থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে।
কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা অমিতকুমার মণ্ডল। কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তিনি। কাটোয়ার ২৩ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন।
অমিতের ভাই অভিজিৎ মণ্ডল বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দাদা বাজার করে এসে বেরিয়ে যায়। বলেছিল, কোনও একটা মিটিংয়ে যাচ্ছে। কিন্তু সন্ধে পার হয়ে গেলেও বাড়িতে আসেনি। এ দিকে ফোন বাড়িতে রাখা। এর পরেই খোঁজ শুরু হয়। কোনও খবর না পেয়ে থানায় যাই। SIR নিয়ে ও চাপে ছিল। এরই মধ্যে এমন ঘটনায় আমরা খুবই চিন্তায়।’
পরিবার সূত্রে খবর, অমিতকুমার মণ্ডলের ব্লকে ৩০ জন ভোটারকে শুনানির জন্য নোটিস পাঠানো হয়। শনিবার থেকে শুরু হবে হিয়ারিং। সেখানে BLO-এর উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু তার আগেই এই ঘটনা প্রশাসনকে ভাবাচ্ছে।
কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ নিয়ে পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে পদক্ষেপ করা হবে।’