ফের বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম জুয়েল রানা (১৯)। জুয়েল মুর্শিদাবাদ জেলার সুতির চক বাহাদুরপুর এলাকার বাসিন্দা। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের লোকজনের। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
ওডিশার সম্বলপুরে কাজের জন্যে গিয়েছিলেন জুয়েল। তাঁর সঙ্গে ছিলেন সুতি এলাকার আরও এক বাসিন্দা। দু’জনেই একটি বাড়িতে ভাড়া থাকতেন। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী সেখানে হামলা চালায়। ঘর থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয় দু’জনকে। রক্তাক্ত অবস্থায় আশেপাশের লোকজন দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। আক্রান্ত অন্য শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
জুয়েলের মা নাজেমা বিবি বলেন, ‘আমার দুই মেয়ে ও এক ছেলে। ছেলের অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল। ওকে পিটিয়ে মেরে ফেলল।’ খবর পেয়েই মৃত যুবকের বাড়িতে গিয়েছেন সুতির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইমানি বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা সবরকম ভাবে এই পরিবারের পাশে আছি। এই ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার হয়েছে বলে শুনেছি। পরিবারকে যা সাহায্য করার আমরা করব।’
রঘুনাথগঞ্জের বিধায়ক রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজাম্মান বলেন, ‘এই ঘটনা বারবার ঘটছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতেই বিশেষত বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের মারধর, হেনস্থা করা হচ্ছে। এই রাজ্যগুলির সঙ্গে সচিব পর্যায়ে কথা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে এরকম ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু কেন্দ্রের সরকার বাংলা বিরোধী। তাই এই ঘটনা ঘটছে।’