• বড়দিনে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বড়দিন ও উৎসবের আবহে যখন সর্বত্র আনন্দের পরিবেশ, ঠিক সেই সময় বীরভূমের দুবরাজপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও রহস্যজনক ঘটনা। দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদের নাম মালা হাজরা এবং তাঁর কন্যা বৃষ্টি হাজরা।মৃতদের নাম মালা হাজরা (২৫ বছর)  এবং তাঁর কন্যা বৃষ্টি হাজরা (আড়াই বছর)। একরত্তি কোলের শিশুর সঙ্গে গৃহবধূর এরকমভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    জানা গেছে, গত পরশু অর্থাৎ মঙ্গলবার থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁদের কোনও সন্ধান মেলেনি। পরে গতকাল দুবরাজপুর থানায় তাঁদের নিখোঁজ সংক্রান্ত ডাইরি করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মালা হাজরার মৃতদেহ উদ্ধার করে। এরপর তার মেয়ের খোঁজ শুরু হয়। প্রথমে পুকুরে নেমে খোঁজাখুঁজি করা হলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে এলাকার মানুষ পুকুরে জাল নামায়। জালেই উঠে আসে বাচ্চা মেয়ে বৃষ্টি হাজরার মৃতদেহ।

    ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠায়। কীভাবে মা ও মেয়ে পুকুরে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে — সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    মালার স্বামী বর্তমানে চেন্নাইয়ে কর্মরত। ফলে এই অবস্থায় গৃহবধূ ও শিশুকন্যার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নানা প্রশ্ন ও জল্পনার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন দুর্ঘটনা, কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন অন্য কিছুর সম্ভাবনা নিয়েও। তবে পুলিশ জানিয়েছে, কোনও দিকই আপাতত উড়িয়ে দেওয়া হচ্ছে না এবং সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

    এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার ভাস্কর রুজ জানান, গত মঙ্গলবার মালার পরিবারের সদস্যরা তাঁর কাছে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। এরপর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও কোনও সূত্র মেলেনি। পরে মালার বাবা-মা যোগাযোগ করেন এবং তাঁদের সঙ্গে নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে পুকুরে দেহ উদ্ধারের খবর পাওয়া যায়। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। ময়না তদন্তের রিপোর্ট এলেই অনেক বিষয় স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

    ঘটনাটি যে একেবারেই রহস্যজনক, তা মানছেন প্রশাসনের কর্তারাও। তাই ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উৎসবের আনন্দের মাঝেই এমন হৃদয়বিদারক ও রহস্যময় ঘটনায় গোটা দুবরাজপুর আজ শোকস্তব্ধ।  উৎকণ্ঠায় এলাকার বাসিন্দারা। তাঁরা চাইছেন পুলিশ সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করুক।
  • Link to this news (আজকাল)