মাথার দাম ছিল কোটি টাকা, ওড়িশায় এনকাউন্টারে পাঁচ সঙ্গী সহ হত মাও-নেতা গণেশ
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
ভুবনেশ্বর, ২৫ ডিসেম্বর: ওড়িশায় মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। রাজ্যের কান্ধামাল জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ছ’জন মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম গণেশ উইকে। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন গণেশ। ওড়িশায় সংগঠনের নেতৃত্ব ছিল তাঁর কাঁধে। একাধিক নাশকতায় অভিযুক্ত গণেশকে ধরতে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। বৃহস্পতিবার সরকারিভাবে একথা ঘোষণা করা হয়।
সাম্প্রতিক সময়ে রাজ্যে রাজ্যে মাওবাদী বিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। তাতে মিলছে সাফল্যও। গত মাসে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলার মারেডুমিল্লির জঙ্গলে সংঘর্ষে সাত মাওবাদীর মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির আরও এক সদস্য মাদভি হিডমা। এবার গঞ্জম ও কান্ধামাল সীমানাবর্তী রাম্পা জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। এই দলে ছিলেন ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ এবং বিএসএফের জওয়ানরা। অভিযান চলাকালীন এনকাউন্টারে গণেশ উইকের মৃত্যু হয় বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে আরও চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন মহিলা।
ওড়িশায় গুলির লড়াইয়ে ছয় মাওবাদীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্টে করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যে ওড়িশায় গুলির লড়াইয়ে শীর্ষস্থানীয় নেতা গণেশ সহ ছয় মাওবাদীর মৃত্যু একটি বড় সাফল্য।