• কলকাতায় পারদ নামল ১৩-র ঘরে, দার্জিলিং ৩! কনকনে শীতের আমেজে বড়দিনে মেতে বাংলা
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা, ২৫ ডিসেম্বর: বড়দিনে রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে শীত। আজ, বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা নেমে এল ১৩ ডিগ্রির ঘরে। যা চলতি মরশুমে সর্বনিম্ন। উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের দাপট রাজ্যের জেলায়-জেলায়। উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র চিত্রটা প্রায় একই। দক্ষিণবঙ্গের মধ্যে আজ শীতলতম স্থান শ্রীনিকেতন। সেখানকার তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৮.৫ ডিগ্রি। শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে এসেছে ৩ ডিগ্রিতে। যদিও কনকনে শীতও কাবু করতে পারেনি উৎসবমুখর বাঙালিকে। সোয়েটার, জ্যাকেট, চাদরকে সঙ্গী করে বড়দিনে ফেস্টিভ মুডে সাধারণ মানুষ। সকাল থেকেই পর্যটনকেন্দ্র ও পিকনিক স্পটগুলিতে ভিড় জমতে শুরু করেছে।

    গত ২১ ডিসেম্বর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মরশুমে সর্বনিম্ন ছিল। সেই রেকর্ড ভেঙে গেল আজ। গতকালের তুলনায় এক ডিগ্রির বেশি পারদ পতন শহরে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ০.৮ ডিগ্রি কম। উল্লেখ্য, গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। 

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই পারদ নামবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে অব্যাহত থাকবে কুয়াশার দাপট।
  • Link to this news (বর্তমান)