• সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী! বিস্মিত বিচারক
    দৈনিক স্টেটসম্যান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • সেই মামলায় গত সপ্তাহে আগাম জামিন নিতে হুগলির একটি মহকুমা আদালতে গিয়েছিলেন সিপিএম নেতারা। তাঁদের মধ্যে সিপিএমের এক রাজ্য স্তরের নেতাও ছিলেন। পাশপাশি ছিলেন সিপিএম নেতা মিঠুন চক্রবর্তীও।

    একে একে আদালতে সিপিএম নেতাদের নাম ডাকা হচ্ছিল এবং তাঁরা হাত তুলে জবাব দিচ্ছিলেন যে তাঁরা সশরীরে উপস্থিত রয়েছেন। মিঠুনের নাম একেবারে শেষে ডাকা হয়। তিনি হাত তুলে জবাবও দেন যে তিনি হাজির রয়েছেন। এরপরই তাঁর নাম নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারক।

    আদালতকক্ষে তিনি কিছুটা রসিকতার সুরে বলেন, ‘আরে! মিঠুন চক্রবর্তী? আপনি তো বিজেপি-তে ছিলেন। সিপিএম হলেন কবে?’ এরপর মিঠুন বিচারককে জবাব দেন, নামে মিল থাকলেও তিনি বারাবরই সিপিএম করেন। যদিও মিঠুন এবিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। উল্লেখ্য, বছর পয়তাল্লিশের সিপিএমের মিঠুন চক্রবর্তীর বাড়ি শ্রীরামপুরে। তিনি গোটা হুগলি জেলাতেই সিপিএমের পরিচিত মুখ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)