• বাংলাদেশে হিন্দু নিপীড়ন, অশান্তির মধ্যেই 'চিকেনস নেক' নিয়ে বড় কথা বলে দিলেন বিজেপি সাংসদ!
    ২৪ ঘন্টা | ২৫ ডিসেম্বর ২০২৫
  • প্রদ্যুৎ দাস: চিকেনস নেক, শিলিগুড়ি করিডর পুরোপুরি সুরক্ষিত। সীমান্ত অঞ্চলের ভারতীয় বাসিন্দাদেরও দুশ্চিন্তার কোনও কারণ নেই। মোদী সরকার দেশের স্বার্থে যেমন শক্তিশালী সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারে, তেমনই সীমান্তকেও শক্তিশালী করে রেখেছে। সুতরাং সীমান্ত এলাকার বাসিন্দাদের অহেতুক ভয় পাওয়ার কারণ নেই। বাংলাদেশে অশান্তি আবহ, সেভেন সিস্টার্স দখলের হুমকিতে আশঙ্কা-উদ্বেগের মধ্যেই বড় কথা বলে দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।

    একইসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পীড়াদায়ক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক ভারতীয়র এখনও নাড়ির টান রয়ে গিয়েছে। বাংলাদেশকে কখনও আমরা শত্রু দেশ বলে মনে করি না। কিন্তু মৌলবাদের নামে বাংলাদেশে যা চলছে তা মোটেই মেনে নেওয়া যায় না। আমাদের বিশ্বাস মোদী সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। ওদিকে শিলিগুড়ির পর এবার মালদা, বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করল মালদার হোটেল অ্যাসোসিয়েশন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে, সীমান্তে প্রহরা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর যে ভয়ংকর অত্যাচারের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণভাবে, মালদার হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে।

    এতদিন, মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যে বাংলাদেশিরা আসত, তাদেরকে মালদার হোটেলে জায়গা দেওয়া হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে , তা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, যেহেতু ওখান থেকে পাসপোর্ট ভিসা হচ্ছে না আর সেই কারণে ঘর দেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন। বাংলাদেশিদের জন্য সম্পূর্ণভাবে, সব জায়গা দেওয়া বন্ধ করুক হোটেল মালিকরা, এমনটাই দাবি বিজেপির। হোটেল মালিকরা এবার তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ওদিকে, তৃণমূলের বক্তব্য, বৈদেশিক নীতি সংক্রান্ত ব্যাপার সম্পূর্ণরূপে নির্ভর করে কেন্দ্রীয় সরকারের নীতির উপর। আর সেটাই ফলো করবে রাজ্য সরকার।

     

  • Link to this news (২৪ ঘন্টা)