• ‘এবার আমাকে চিনবে…’, বলেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে স্কুল শিক্ষকের মাথায় গুলি! হত্যাকাণ্ডে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
    প্রতিদিন | ২৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বর দিয়ে যাচ্ছিলেন স্কুল শিক্ষক। আচমকাই বাইকে করে এসে তাঁকে গুলি খুন! গুলি করতে করতে দুই দুষ্কৃতীকে বলতে শোনা গিয়েছে, “আপনি আমাদের চেনেন না। তবে এ বার চিনবেন!”

    উত্তরপ্রদেশের আলিগড়ে এই ঘটনায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা ব্যবস্থা। ঘটনাচক্রে, এই হত্যাকাণ্ডের ঠিক কয়েক ঘণ্টা আগেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়াই করতে দেখা গিয়েছিল যোগী আদিত্যনাথকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “প্রত্যেক মানুষেরই নিরাপত্তা জরুরি। আজ উত্তরপ্রদেশে ব্যবসায়ীরা লগ্নি করছেন, কারণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।”

    পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত ১১ বছর ধরে এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্সের শিক্ষক। বুধবার রাতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন দানিশ। সেই সময় দুই ব্যক্তি স্কুটারে করে এসে দানিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালান। দু’টি গুলি তাঁর মাথায় লাগে। ঘটনার পর সঙ্গে সঙ্গেই দানিশকে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    জেলা পুলিশ সুপার নীরজ জ্যাডন জানান, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে ঘটনাটি ঘটেছে। ছ’জন পুলিশ আধিকারিককে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে। কী কারণে এই খুন, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওয়াসিম আলি বলেন, “মাথায় গুলি করা হয়েছিল স্কুল শিক্ষকের। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।”
  • Link to this news (প্রতিদিন)