বাংলাদেশি ভেবে অত্যাচার! ওড়িশায় গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী জুয়েল রানার
প্রতিদিন | ২৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিজেপিশাসিত ওড়িশা। ফের বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের গণপিটুনি! তাতেই মৃত্যু বাংলার মুর্শিদাবাদের বাসিন্দার। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাংলার মন্ত্রী আখরুজ্জামানের প্রতিক্রিয়া, বিজেপি বাংলা বিরোধী। বিশেষ করে ওরা মুসলিম বিরোধী।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা। বয়স ২১ বছর। তিনি মুর্শিদাবাদের সুতি ১ ব্লকের বাসিন্দা। আহতদের নাম আরিক শেখ ও পলাশ শেখ। তাঁরা প্রত্যেকেই মুর্শিদবাদের বাসিন্দা। জানা গিয়েছে, চলতি বছরের ২০ তারিখ ওড়িশার সম্বলপুরে যান জুয়েল-সহ আরও কয়েকজন যুবক। দিন মজুরের কাজ করতেন তাঁরা। বুধবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ জুয়েল স্থানীয় একটি চায়ের দোকানে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আরিক ও পলাশ। সেখানে তাঁরা কথা বলছিলেন বাংলায়।
সেই সময় পাঁচজন দুষ্কৃতীর দল আসে। তারা পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে চোটপাট করতে থাকে। পরে পরিচয় পত্র দেখাতে বলে। শ্রমিকরা বৈধ পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের বাংলাদেশি বলে গণপিটুনি দিতে থাকে বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাত থেকে কোনও মতে পালিয়ে যান আরিক ও পলাশ। পালাতে পারেনি জুয়েল। তাকে ধরে বেধড়ক মারধর করতে থাকে দুষ্কৃতীরা। জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে সেই অবস্থায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীর দল।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদের বাড়িতে। আজ, বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। বাকি দুই পরিযায়ী শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে সম্বলপুর থানার পুলিশ। এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
মন্ত্রী আখরুজ্জামান বলেন, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য ওড়িশায় বাঙালি মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। বুধবার রাতে জুয়েল রানা নামে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত। ওঁদের রাজমিস্ত্রীর কাজে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বিজেপি বাংলা বিরোধী, বিশেষ করে বাঙালি মুসলিম বিরোধী। আমরা বাকিদের নিয়ে এসে চিকিৎকসা করাব।” তিনি আরও বলেন, “বিজেপি মুসলিমদের টার্গেট করছে। যাতে বিজেপির হাতে কোনও বাঙালি হেনস্তার শিকার না হয়, তার জন্য সবাইকে ভাবতে অনুরোধ করছি।” সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে মন্ত্রী শশী পাঁজা বলেন, “পরিবারের পাশে আমরা রয়েছি। সবরকম সাহায্য করা হবে। কিন্তু যাঁর মৃত্যু হয়েছে, তিনি কি ফিরে আসবেন? জবাব দিক বিজেপি।” বিজেপি নেতা সজল ঘোষের প্রশ্ন, “জুয়েলকে ওড়িশায় যেতে হল কেন? তৃণমূল জবাব দিক। তৃণমূল বলছে, বিজেপির গুণ্ডা শ্রমিককে মেরেছে, এরাজ্যের তৃণমূল নেতারা কি সেখানে ছিলেন?”