ঠাকুরবাড়িতে প্রতিবাদ জানাতে এসে আক্রান্ত মতুয়া গোসাই! ঘটনায় গ্রেপ্তার ১
প্রতিদিন | ২৫ ডিসেম্বর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের মারধরের ঘটনায় ধৃত ১। মমতা ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরা বুধবার প্রতিবাদ জানাতে এসে শান্তনু ঠাকুর ও তাঁর দলবলের হাতে মার খায়, বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় অনেকজন কয়েকজন মতুয়া আহত হন। ঘটনায় মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় শান্তনু অনুগামী একজনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বরুণ বিশ্বাস। তিনি বাগদা থানার পুরাতন হেলেঞ্চা এলাকার বাসিন্দা। আজ, বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। মমতা বালা বলেন, “মতুয়াদের মারধর করা হয়েছে। এফআইআর করব না, এটা হয় না। মোট ১৩ জনের নামে এফআইআর করা হয়েছে। শান্তনু ঠাকুরের যে গুন্ডাবাহিনী, বিশেষ করে বিজেপির ক্যাডার ও জেলা সভাপতি জাত তুলে গালাগালি দিয়েছে, ছিনতাই করেছে ও মহিলাদের শ্লীলতাহানি করেছে তাঁদের নামেই এফআইআর করা হয়েছে।”
যদিও অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন বলেন, “যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি গতকাল ঠাকুরবাড়িতেই ছিলেন না।” তিনি আরও বলেন, “আমাদের সংঘাধিপতির নামে কটুক্তি করায় ভক্তরা প্রতিবাদ জানিয়েছেন।” এদিকে গতকাল বুধবারে ঘটনায় আহত নান্টু হালদার নামে ‘গোসাই’ বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তাঁকে দেখতে হাসপাতালে যান সিপিআইএমের প্রাক্তন সাংসদ অলকেশ দাস-সহ প্রতিনিধি দল। নান্টু গোসাই ও পরিবারের সদস্যদের সহ্গে কথা বলেন তাঁরা।
উল্লেখ্য, মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করে বুধবার তাঁর বাড়ির সামনে উপস্থিত হন মতুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ সেই সময়, শান্তনুর বাড়ির সামনে থাকা বিজেপির লোকজন ও মতুয়ারা তাঁদের তাড়া করেন। এবং ব্যাপক মারধর করেন। এই ঘটনায় পাঁচ জন মতুয়া ভক্ত জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।