• সুবর্ণরেখার জলে বিদ্যুৎ উৎপন্ন করছেন খড়্গপুর IIT-র গবেষকরা, শুরু পরিবেশবান্ধব ‘ওয়াটার ট্যুরিজ়ম’
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • সুবর্ণরেখার বুকে ভেসে বেড়াচ্ছেন। সঙ্গে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চারের ব্যবস্থাও। মনোরম পরিবেশে কেটে যাবে উইকএন্ড। পরিবেশবান্ধব ‘ওয়াটার ট্যুরিজ়ম’ চালু ভসরাঘাটের জঙ্গলকন্যা সেতু সংলগ্ন এলাকায়।

    পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী ভসরাঘাটের জঙ্গলকন্যা সেতু সংলগ্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর বুকে অ্যাডভেঞ্চার উপভোগ করতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দুই জেলার পর্যটকরা। গত ২০ ডিসেম্বর সম্পূর্ণ পরিবেশবান্ধব এই ‘ওয়াটার ট্যুরিজ়ম’ প্রকল্পের উদ্বোধন হয়। পর্যটকদের আনন্দ দিতে তথা বিনোদনের সুযোগ করে দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন IIT খড়গপুরের গবেষকদের তৈরি সংস্থা। আপাতত ওয়াটার সাইক্লিং, বোটিং, রাফটিং, কায়াকিং চালু করা হয়েছে। হাউসবোটও খুব তাড়াতাড়ি চালু করা হবে।

    এই ট্যুরিজ়ম প্রকল্পে যে স্বল্প পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, তাও নিজেদের তৈরি এনার্জি হারভেস্টিং মেশিনের সাহায্যে নদীর জলস্রোতকে কাজে লাগিয়েই উৎপন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন গবেষক ওঙ্কার ভেঙ্কটইয়াল্লা ও সৈকত নন্দী। আগামী দিনে এই বিদ্যুৎ ব্যবহার করে নদীর বুকে ভাসমান হাউস বোটে রাত্রিযাপনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন সৈকত। ভেঙ্কট ও সৈকতের সঙ্গে এই প্রকল্পে যোগ দিয়েছেন দেবাংশু সিং, সৌম্যদীপ ঘোষ-সহ আইআইটি খড়্গপুরের আরও কয়েকজন গবেষক।

    নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, ওয়াটার সাইকেলের ভাড়া ৩০ মিনিটে ১৫০ টাকা, কায়াক বোট ৩০ মিনিটে ২০০ টাকা এবং রাফটিং বোর্ডের ভাড়া ৩০ মিনিটে ২৫০ টাকা রাখা হয়েছে। নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রাকৃতিক পরিবেশের মাঝে পরিবার, বন্ধু ও পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতার সুযোগ এনে দিয়েছে ভসরাঘাট ইকো ওয়াটার ট্যুরিজ়ম- এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।

  • Link to this news (এই সময়)