• তৃণমূল বিধায়কের পরিবারের ৩ জনকে SIR-এর শুনানির নোটিস, ‘ষড়যন্ত্র’-র গন্ধ পাচ্ছেন নবীন
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • রাজ্যে শুরু হয়েছে SIR-এর শুনানি পর্ব। ভোটারদের শুনানির নোটিস পাঠানো শুরু হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও শুনানির নোটিস পাঠানো হয়েছে বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের বৌকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। রাজনৈতিক অভিসন্ধি থেকেই তাঁদের শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা বিজেপির দাবি, বৈধ নথি দেখালেই সমস্যা মিটে যাবে। এটা নিয়ে রাজনীতি করার কোনও যৌক্তিকতা নেই।

    গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। যে সমস্ত ভোটাররা এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন অথচ তাদের ম্যাপিং হয়নি, কমিশনের পক্ষ থেকে তাদের নোটিস দিয়ে শুনানিতে ডেকে পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

    খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের দাবি, ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী তাঁর মা নন্দরানী বাগের নাম খণ্ডঘোষ বিধানসভার ২৯ নম্বর বুথের ৪০৫ নম্বর সিরিয়ালে আছে, ভাই বিপিন বাগের নাম ৪০৬ নম্বর সিরিয়ালে আছে। ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও কমিশন নোটিস করে ডেকে পাঠিয়েছে তাঁর মা ও ভাইকে।

    শুনানির জন্য এইআরও-র তরফে যে নোটিস দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে, পূর্ববর্তী এসআইআরের সময়ে প্রস্তুত ভোটার তালিকার সঙ্গে কোনও মিল না থাকায় বা ভুল মিল থাকার কারণে আপনাকে AERO-র সামনে উপস্থিত হতে বলা হচ্ছে। ২৯ ডিসেম্বর শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে।

    বিধায়কের অভিযোগ, ‘তৃণমূল বিধায়ক হওয়ায় বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আমার পরিবারকে মানসিক ভাবে হেনস্থা করার জন্য শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।’ বিধায়কের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

    যদিও তৃণমূল বিধায়কের অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘তাঁরা যদি বাংলাদেশের নাগরিক না হন, রোহিঙ্গা না হন, তা হলে বৈধ নথি দেখলেই মিটে যাবে। বিষয়টি নিয়ে এত ঢাকঢাক গুড়গুড় করা কী হলো?... SIR পর্ব সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, এ সব বাজে অভিযোগ করে কোনও লাভ নেই।’

  • Link to this news (এই সময়)