বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। সকাল ৯টা ৫৫ মিনিটের মধ্যেই বোলপুরে পৌঁছোয়। অন্যদিকে, এই স্পেশাল ট্রেন বোলপুর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছাড়বে এবং তা বেলা ২টো ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছে যাবে। ১১ কোচের এই ট্রেনে ৯টি জেনারেল কামরা এবং ২টি সংরক্ষিত কামরা রয়েছে। পৌষমেলায় প্রতি বছরই হাজার হাজার মানুষ ভিড় করে। পৌষমেলা শুরুর দিকে এই ট্রেন ছিল না। দু’দিন পর থেকে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এই বিশেষ ট্রেন দেওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি সাধারণ মানুষ।