• গার্ডেনরিচের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, বড়দিনে ঘরহারা অন্তত ৫০ পরিবার
    প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়। গার্ডেনরিচের পাহাড়পুরে দাউদাউ আগুনে পুড়ে ছাই অন্তত ৫০টি ঝুপড়ি। বড়দিনের সন্ধ্যায় মাথার উপর ছাদ হারালেন বেশ কয়েকটি পরিবার। বৃহস্পতিবার পাহাড়পুরের ঝুপড়িতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৬টি ইঞ্জিন।  তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এত বড় অগ্নিকাণ্ড।

    জানা যাচ্ছে, পাহাড়পুরের এই এলাকা মূলত ছোট ছোট ঝুপড়িতে ভরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ঝুপড়ির পাশে আবর্জনা স্তূপে আচমকা আগুন লাগে। কানে আসে ঘনঘন বিস্ফোরণের শব্দ।  এখানে বেশ কিছু দাহ্য পদার্থ ছিল। ফলে দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে অতি দ্রুত। অন্তত ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় নিমেষের মধ্যে।  অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লাগে। কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশি সংখ্যক ইঞ্জিন সেখানে পৌঁছয়। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে।

    কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি দমকল অধিকর্তারা। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সিলিন্ডার বিস্ফোরণই এর কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এমনকী ঝুপড়ি পুড়ে যাওয়া ছাড়া কতটা ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও কোথাও কোথাও এখনও পকেট ফায়ার রয়েছে। বড়দিনের বিকেলে মাথার উপর ছাদ হারিয়ে হাহাকার পরিবারগুলির। বছরের শেষে সর্বস্ব খোয়ানোয় কীভাবে দিন চলবে, তা নিয়েই চিন্তা তাঁদের। প্রশাসন সাহায্য করলে তবেই নতুন করে জীবন গুছিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছেন তাঁদের কেউ কেউ। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত আশপাশের বাসিন্দারাও। বসতি এলাকায় অগ্নিকাণ্ডের নেপথ্যে কেউ কেউ অন্য ষড়যন্ত্র দেখছেন। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। 
  • Link to this news (প্রতিদিন)