• বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! স্থানীয় পুলিশের দাবি: চাঁদাবাজির জেরেই গোলমালের সূত্রপাত
    আনন্দবাজার | ২৫ ডিসেম্বর ২০২৫
  • বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ি জেলায়। মৃত যুবকের নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট। বাংলাদেশের পুলিশের দাবি, চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলমালের জেরে ঘটনাটি ঘটেছে।

    বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পিটিয়ে খুনের ঘটনার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে স্থানীয় থানাও। তবে পুলিশের দাবি, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন ২৯ বছর বয়সি ওই যুবক। বুধবার রাতের ওই ঘটনার পরে সেলিম শেখ নামে অমৃতের এক সহযোগীকেও পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। তাঁর থেকে দু’টি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয় পুলিশের।

    স্থানীয় থানার ওসি শেখ মঈনুল ইসলামের বক্তব্য, নিহত অমৃতের নামে খুনের অভিযোগ-সহ একাধিক মামলা রয়েছে। নিহতের সহযোগী সেলিমের থেকে একটি পিস্তল এবং একটি ওয়ান শুটার গানও পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের।

    বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-সহ সে দেশের বিভিন্ন অঞ্চল। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সম্প্রতি ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে একদল জনতার বিরুদ্ধে। পরে তাঁর দেহ আগুনে পুড়িয়ে দেন তাঁরা। ওই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। দীপুহত্যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। শুধু ভারতই নয়, রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক গোষ্ঠীও দীপুহত্যা নিয়ে প্রশ্ন তুলেছে। এরই মধ্যে ফের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশে।
  • Link to this news (আনন্দবাজার)