জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যাত্রার ভালো বুকিং মেলায় খুশি চিৎপুর
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের জন্য এবার যাত্রার ভালোর বুকিং মিলেছে। ডিসেম্বর মাসেই হয়ে গিয়েছে বিভিন্ন সাড়া জাগানো পালার বুকিং। চিৎপুর যাত্রাপাড়া সূত্রে জানা গিয়েছে, এবার বেশি করে যাত্রাপালার বুকিং মিলেছে সরস্বতী পুজোর দিন। তারপরেই সাধারণতন্ত্র দিবসে। বৃহস্পতিবার চিৎপুরের অপেরা কর্তাদের একাংশ বলেন, নতুন বছরে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে মিলেছে ভালো বায়না। এতে খুশি যাত্রাপাড়ার কলা‑কুশলীরা। তাঁদের বক্তব্য, এই প্রাচীন লোকশিল্পের প্রভাব তলানিতে ঠেকেছিল। বর্তমানে গ্রামাঞ্চলজুড়ে যাত্রার প্রভাব বাড়ছে। ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের লক্ষ্মীলাভে খুশি তাঁরাও। বড়দিনের দুপুরে যাত্রাপাড়ায় গিয়ে দেখা যায়, সেখানে গ্রামাঞ্চল থেকে আসা মানুষজন বায়না করা যাত্রার নানা রং‑বেরঙের পোস্টার বিভিন্ন অপেরা কর্তাদের গদি থেকে নিয়ে যাচ্ছেন। কর্মকর্তাদের বক্তব্য, একসময় যাত্রা বিভিন্ন বড় মাঠে সামিয়ানা, ত্রিপল, প্লাস্টিক, টিন ঘেরা অবস্থায় অনুষ্ঠিত হতো। মাঝে বড় হলঘরে এই উৎসব অনুষ্ঠিত হওয়া শুরু হয়। ফের দেখা যাচ্ছে, পুরোনো নিয়মে ঘুরেফিরে সেই বড় মাঠে ঘেরা জায়গায় যাত্রা হচ্ছে। সেখানে লাইন দিয়ে টিকিট কেটে সাধারণ মানুষ যাত্রা দেখছে।