• আগের কাটা টিকিটে দিতে হবে না বাড়তি টাকা, ঘোষণা রেলের, আজ থেকে বাড়ছে ভাড়া
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, শুক্রবার থেকে বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী ভাড়া। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই রেলের এই নতুন ভাড়া কার্যকর হয়ে গিয়েছে। এদিন এই ঘোষণা করেছে রেলমন্ত্রক। গত রবিবারই রেল বোর্ড জানিয়েছিল, আগামী ২৬ ডিসেম্বর থেকে রেলের ভাড়া বাড়তে চলেছে। সেইমতো বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রক। তবে রেলমন্ত্রক জানিয়েছে, ২৬ ডিসেম্বরের আগে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। তাঁরা পুরোনো ভাড়াতেই যেতে পারবেন। অর্থাৎ, অন-বোর্ড ওইসব যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া সংগ্রহ করা হবে না। যদিও মাত্র পাঁচ মাসের ব্যবধানে দু’বার ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ রেল যাত্রীরা ক্ষুব্ধ। আগামী বছর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের প্রাক্কালে রেল যাত্রীদের এহেন ক্ষোভ নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় মোদি সরকার। আর তাই আমজনতার অসন্তোষ সামাল দিতে নতুন বছরেই ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক ঘোষণা করতে চলেছে রেলমন্ত্রক। ট্রেনে খাবারের স্বাদে পরিবর্তন আনার পাশাপাশি নতুন বছরই ‘বুলেট’, অর্থাৎ দেশের প্রথম হাইস্পিড ট্রেন চালুর দিনক্ষণও প্রকাশ করতে চলেছে রেল। সামগ্রিক বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। আজ থেকে দূরপাল্লার ট্রেনের এসি এবং নন-এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে রেলের ভাড়া বাড়ছে। ফলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রেলপথে দিল্লি-কলকাতার যাত্রীদের কমবেশি ৩০ টাকা, দিল্লি-উত্তরবঙ্গের যাত্রীদের প্রায় ৪০ টাকা, কলকাতা-উত্তরবঙ্গের রেল যাত্রীদের কমবেশি ১২ টাকা বাড়তি কড়ি গুণতে হবে। মেল, এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাস অর্ডিনারি এবং ফার্স্ট ক্লাস অর্ডিনারিতে প্রতি কিমিতে এক পয়সা করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে। তবে সেকেন্ড ক্লাস অর্ডিনারিতে প্রথম ২১৫ কিমি পর্যন্ত কোনও ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। ২১৬ থেকে ৭৫০ কিমি পর্যন্ত পাঁচ টাকা, ৭৫১ থেকে ১২৫০ কিমি পর্যন্ত ১০ টাকা, ১২৫১ থেকে ১৭৫০ কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা এবং ১৭৫১ থেকে ২২৫০ কিমি পর্যন্ত ২০ টাকা ভাড়া বৃদ্ধি পাচ্ছে আজ থেকেই। 

    রেলের যুক্তি, কম দূরত্বের ট্রেন যাত্রীদের উপর পরিবর্তিত ভাড়ার কোনও প্রভাব পড়বে না। একই কারণে লোকাল ট্রেন এবং মান্থলি সিজন টিকিটের ভাড়া বৃদ্ধি করা হয়নি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবারের সার্কুলারে রেল জানিয়েছে, রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জের মতো যেসব মূল্য টিকিট কাটার সময় যাত্রীদের মেটাতে হয়, তাতে আলাদা কোনও পরিবর্তন হচ্ছে না। বিশেষত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আঞ্চলিক খাবারের উপর জোর দেওয়ার কথা আগেই জানিয়েছে রেল। সরকারি সূত্রের দাবি, নতুন বছরে ধাপে ধাপে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কন্টিনেন্টাল খাবার তুলে দেওয়ার পথে হাঁটবে মন্ত্রক। বন্দে ভারতের মতো অন্যান্য মেল, এক্সপ্রেস ট্রেনেও আঞ্চলিক খাবারে বেশি গুরুত্ব দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)