মমতার ‘মা ক্যান্টিনের’ নকল, বিজেপি শাসিত দিল্লিতে চালু ৫ টাকায় খাবারের অটল ক্যান্টিন
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথা ছিল মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে। সেই প্রকল্প চালু করা আপাতত দূর অস্ত। মুখরক্ষায় দিল্লির বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘মা ক্যান্টিনের’ আদলে দিল্লিতে বৃহস্পতিবার শুরু করল ৫ টাকায় ভরপেট খাওয়ার ব্যবস্থা। নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ির নামে। অটল ক্যান্টিন। এদিন বাজপেয়ির জন্মদিনে আনুষ্ঠানিকভাবে শুরু হল এই প্রকল্প। ভাত, রুটি, সবজি, আচারের এই ক্যান্টিনের ১০০ টি শাখা খোলা হবে। আপাতত ৪৫টি স্থানে শুরু হয়েছে। প্রতি ক্যান্টিনে একদিনে ১ হাজার মানুষকে খাওয়ার মতো পরিকল্পনা রাখা হয়েছে। এই খাবারের দাম হয় ৩৫ টাকা। সরকারের বক্তব্য, এতে ভরতুকি দেওয়া হচ্ছে ৩০ টাকা।
প্রসঙ্গত বাংলায় এই একই প্রকল্প ২০২১ সালে মা ক্যান্টিন নামে চালু হয়েছিল। এরপর উত্তরপ্রদেশ সরকার দিদি ক্যান্টিন চালু করে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে, দিল্লিতে মাসে ২৫০০ টাকার প্রকল্পের কী হল? দিল্লিতে ভোটের আগে প্রচারে এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা সমাবেশে বারংবার বলেছিলেন এই প্রকল্পের কথা। আম আদমি পার্টিকে পরাস্ত করে বিজেপি ভোটে জয়ী হয়েছে। পরে গত মার্চ মাসে মন্ত্রিসভার বৈঠকে প্রকল্প অনুমোদিত হয়। তখনই বিজেপি সরকার জানায়, সকল মহিলা এই ২৫০০ টাকা পাবে না। পাবে একমাত্র তারাই, যাদের পারিবারিক আয় বছরে ৩ লক্ষ টাকার কম। যা নিয়ে বিরোধীদের প্রশ্ন, এই প্রকল্প নিয়েও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জুমলা করলেন? মন্ত্রিসভার অনুমোদন পেলেও ২৫০০ টাকা মাসে দেওয়ার প্রকল্পের রেজিস্ট্রেশনও শুরু হয়নি। বস্তুত আর কয়েকমাস পরই বাজেট পেশ হবে। সুতরাং এক বছর প্রকল্প ঘোষণা না করেই চালানো হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। আপের আরও অভিযোগ, বিজেপি সরকার মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবাও বন্ধ করে দেবে। আপের বক্তব্য, এই নিয়ে দিল্লি সরকারের অন্দরে আলোচনা শুরু হয়েছে। বিজেপি ক্ষমতাসীন হয়েই জনস্বার্থ বিরোধী কাজ শুরু করে দিয়েছে।