• হাওড়া-খড়্গপুর শাখায় রেল সেতু সংস্কারে বরাদ্দ ৪৩২ কোটি টাকা
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের আগে রেল প্রকল্পে বরাদ্দ পেল বাংলা। বৃহস্পতিবার রেলমন্ত্রক জানিয়েছে, হাওড়া-খড়্গপুর শাখায় গুরুত্বপূর্ণ রেল সেতুর সংস্কারে প্রায় ৪৩২ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে নিছকই সংস্কার নয়, গুরুত্বপূর্ণ ওই রেল সেতু পুনরায় নতুন করে তৈরি (রি-বিল্ডিং) করা হতে পারে। নতুন বছরের আগেই এভাবে বাংলার জন্য কেন্দ্রের অর্থ বরাদ্দকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।প্রসঙ্গত, ৬০ বছরেরও বেশি পুরোনো ওই রেল সেতুটি পড়ছে দক্ষিণ-পূর্ব রেলের আওতায়। রেল জানিয়েছে, সংস্কারের পর এই রেল সেতুর উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন যেতে পারবে। এর মধ্যে দিয়ে রেলমন্ত্রক বাংলায় সেমি হাইস্পিড ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে কি না, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রেল বিশেষজ্ঞ মহলে। রেল জানিয়েছে, বরাদ্দকৃত অর্থে একইসঙ্গে খড়্গপুর শাখায় কোলাঘাট স্টেশনের সংস্কার, দেউলটি ও কোলাঘাট স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যে আরও কিছু পদক্ষেপও করা হবে।
  • Link to this news (বর্তমান)