নয়াদিল্লি: জওয়ানদের হানিট্র্যাপে ফেলে দেশের গোপন তথ্য শত্রু দেশের হাতে চলে যাওয়ার মতো একাধিক ঘটনা ঘটছে। তাই এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও কঠোর ভারতীয় সেনা। এব্যাপারে নয়া গাইডলাইন দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, কোরা ও এক্স হ্যান্ডলের মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ‘দেখা ও নজরদারির উদ্দেশে’। শুধু তাই নয়, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা জারি হয়েছে। শুধু পরিচিতদের এই অ্যাপের মাধ্যমে তাঁরা বার্তা আদানপ্রদান করতে পারবেন।