• আলিগড় বিশ্ববিদ্যালয়: স্কুল শিক্ষককে গুলি করে খুন
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • আলিগড়: ‘এখনও আমাকে চিনতে পারোনি। এবার বুঝবে আমি কে।’ কথা শেষ না হতেই পরপর তিনটি গুলি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ক্যাম্পাস। রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন স্কুলশিক্ষক রাও দানিশ আলি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকরা। পুলিশ আততায়ীর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। অন্যদিনের মতো বুধবার রাতে দুই সহকর্মীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন আলিগড়ের এবিকে ইউনিয়ন হাইস্কুলের শিক্ষক দানিশ। রাত ৮টা ৫০ মিনিট নাগাদ বাইকে করে দুই যুবক তাঁদের পথ আটকে দাঁড়ায়। দানিশকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে। পরে গুলি চালায় সে।
  • Link to this news (বর্তমান)