• ভদোদরা: হিট অ্যান্ড রান মামলায় জামিন অভিযুক্তের, হতাশ নিহতের পরিজনরা
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • ভদোদরা: দোলের আগের রাতে গুজরাতের ভদোদরায় তরুণের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মহিলার। জখম হন আরও ছ’জন। এই ঘটনায় অভিযুক্ত ছাত্র রক্ষিত চৌরাসিয়াকে সম্প্রতি জামিন দিয়েছে গুজরাত হাইকোর্ট। এই সিদ্ধান্তে ভেঙে পড়েছে নিহতের পরিবার। 

    মৃতের শ্বশুর দীপক প্যাটেল বলেন, ‘পুত্রবধূ আর নেই। আমার ছেলে এখনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি। এই অবস্থায় অভিযুক্তের জামিন পেয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। তবে এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দেয়।’ আহত এক শিশুর বাবা বলেন, ‘আমার সন্তান এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি। চিকিৎসাধীন। এই অবস্থায় অভিযুক্তের জামিন পেয়ে যাওয়া দুর্ভাগ্যজনক।’ উল্লেখ্য, এ বছর ১৩ মার্চ ভদোদরার কারেলিবাগ এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অভিযুক্ত রক্ষিত চৌরাসিয়া। পথচারীদের ধাক্কা মারে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। তাঁর স্বামী পূরব প্যাটেল গুরুতর আহত হন। এছাড়াও দুই শিশু সহ পাঁচজন আহত হয়েছিলেন।
  • Link to this news (বর্তমান)