• মধ্যপ্রদেশে একজন শিক্ষকই একসঙ্গে নিচ্ছেন পাঁচটি ক্লাস, এসআইআরে বেহাল শিক্ষাব্যবস্থা
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • ভোপাল: প্রাথমিক স্কুলের দুটি ঘর। তাতে চলছে পাঁচটি আলাদা শ্রেনির পড়াশোনা। একই সঙ্গে দুটি কক্ষে ক্লাস নিচ্ছেন একজনই। তিনিই পড়াচ্ছেন হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স ও গণিত। মধ্যপ্রদেশের আগার মালওয়া জেলার মাধোপুর গ্রামের এই স্কুলটির পড়ুয়ার সংখ্যা ৫৫। স্কুলে উপস্থিত শিক্ষক ভারত কুমার যাদব জানিয়েছেন, অন্যান্য সহকর্মীরা এসআইআরের কাজের জন্য স্কুলে আসছেন না। ফলে এই মুহূর্তে স্কুলটিতে তিনি একাই পাঠদানের দায়িত্ব পালন করছেন। 

    শিক্ষাব্যবস্থার সেই করুণ ছবি ফুটে উঠেছে ব্ল্যাকবোর্ডেও। একটি শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডকে দু’ভাগে ভাগ করে চলছে চতুর্থ ও পঞ্চমের পাঠদান। অন্যটিতে ব্ল্যাকবোর্ড ভাগ করা হয়েছে তিনভাগে। চলছে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা। ভারত স্বীকার করে নিয়েছেন, এতগুলি শিশুকে একসঙ্গে সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। 

    তিনি বলেছেন, ‘কিছুদিন আগেও আমি প্রথম থেকে তৃতীয় শ্রেণি পড়াতাম। অন্য এক শিক্ষক চতুর্থ ও পঞ্চম শ্রেণি পড়াতেন। এখন সবকিছু এক হাতেই সামলাতে হচ্ছে।’ শিক্ষকদের মহলের দাবি, মাধোপুর গ্রামের প্রাথমিক স্কুলের এই ছবি একেবারেই ব্যতিক্রমী নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা। 
  • Link to this news (বর্তমান)