• ভারতকে চারদিক থেকে ঘিরতে ‘পঞ্চ বলয়’ ছক চীনের! রিপোর্ট পেন্টাগনের
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত ও চীনের দুই রাষ্ট্র প্রধানের মধ্যে সাম্প্রতিককালে একাধিক বৈঠক, সাক্ষাৎ ও আলোচনা হয়েছে। এতে মৈত্রীর বাতাবরণ তৈরি হলেও আদতে চীনকে সম্পূর্ণ বিশ্বাস করছে না ভারত। মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে এমনই অভিমত প্রকাশ করা হয়েছে। ভারতের এই মনোভাবের যথেষ্ট কারণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।  মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, চীন আগামী ৫ বছরের মধ্যে ভারতের চারদিকে একটি সামরিক বলয় তৈরি করতে চাইছে। যাকে বলা যেতে পারে পঞ্চবলয়। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডে সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে চীন। ওই দেশগুলির বন্দর, সড়ক, সেতু এবং সীমান্ত পরিকাঠামো দীর্ঘকালীন লগ্নিতে বেজিং তৈরি করে দেবে। আর বিনিময়ে তাদের সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দিতে হবে । 

    এখানেই শেষ নয়। বিশ্বজুড়ে ২১টি দেশে সামরিক ঘাঁটি তৈরি চী঩নের লক্ষ্য। এই তালিকায় এশিয়া, আফ্রিকার দেশই বেশি। রয়েছে দক্ষিণ আমেরিকাও। ভারতের আশপাশের দেশগুলিকে চীন সরবরাহ করতে চাইছে ফাইটার জেট। সেই তালিকায় রয়েছে, এফসি ৩১, ফোর্থ জেনারেশন  টেন সি, জে এফ ১৭, জে টেন সি। ২০২০ সাল থেকে পাকিস্তানকে ৩৬টি ফাইটার জেট চীন। আলজেরিয়া, ইরাক ও মায়ানমারেও সাপ্লাই শুরু হয়েছে। ভারত রাশিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে বিগত তিন বছরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক উপকরণ চুক্তি করেছে এবং কিছু কিছু সাপ্লাই আসা শুরু হয়েছে। সেই কারণে চীনের আশঙ্কা,  ভারত তাদের সামরিক শক্তি বহুগুণ বাড়াতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে এয়ারফোর্স বা আর্মি নয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থা‌ইল্যান্ডে চীন সবথেকে বেশি মোতায়েন করার অনুমতি চাইছে নৌশক্তি। নৌবাহিনীর উপযোগী সরঞ্জাম প্রদান করার আড়ালে চীন নিজেদের নৌবহর এই দেশগুলির স্ট্র্যাটেজিক বন্দরে রাখতে চাইছে বলে পেন্টাগনের রিপোর্ট বলেছে। 
  • Link to this news (বর্তমান)