• সাবমেরিন থেকে কে-৪ মিসাইলের সফল উৎক্ষেপণ নৌসেনার
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • বিশাখাপত্তনম: সাড়ে তিন হাজার পাল্লার শক্তিশালী কে-৪ মিসাইল। বিশাখাপত্তনম উপকূলে নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা। সমুদ্রসীমায় শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি দেশের অন্যতম বড়োসড়ো হাতিয়ার। গত বছরের ২৯ আগস্ট এই ক্ষেপণাস্ত্র বাহিনীতে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে খবর। এর ফলে প্রতিরক্ষা সম্ভার আরও শক্তিশালী হল ভারতে। এর সফল উৎক্ষেপণে ভারত এখন ভূমি, আকাশ এবং সমুদ্র থেকেও শত্রুপক্ষকে পরমাণু অস্ত্রের নিশানায় আনার ক্ষেত্রে সাফল্য পেল।

    ২.৫ টন পরমাণু বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র অরিহন্ত স্তরের সাবমেরিন থেকেই প্রয়োগ করা যাবে। প্রসঙ্গত, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা দেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রক্রিয়ার অন্যতম কারিগর প্রয়াত এ পি জে আব্দুল কালামের নামেই এই কে সিরিজ মিসাইলের নামকরণ। 
  • Link to this news (বর্তমান)