• বড়দিনে আদিনা ফরেস্টে এবার প্রায় ১০ হাজার টাকার কম টিকিট বিক্রি
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বড়দিনে ভিড় উপচে পড়ে। তবে, এবার প্রায় ১০ হাজার টাকার কম টিকিট বিক্রি হল গাজোলের অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা ফরেস্টে। সেখানে বৃহস্পতিবার  প্রায় ৩০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। গত বছর একই দিনে ৪০ হাজার টাকার বেশি টিকিট বিক্রি হয়েছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

    অন্যদিকে, আদিনা ইকোপার্কে গত বছর বড়দিনে প্রায় ২৫ হাজার টাকার বেশি টিকিট বিক্রি হয়। এবার দিনের শুরু এবং মাঝের দিকে টিকিট বিক্রির পরিমাণ তেমন ছিল না। বিকেলে কয়েক ঘণ্টার মধ্যে ভিড় উপচে পড়ে। সবমিলিয়ে এদিন ২৬ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    আদিনা ফরেস্টে এবার অন্যরকম ছবি কেন? বনদপ্তরের দাবি, প্রচণ্ড শীতের কারণেই এমনটা হয়েছে। তবে, ১ জানুয়ারি পর্যন্ত টানা পর্যটকদের ঢল নামার সম্ভাবনা বেশি। এদিন সকাল দশটা থেকেই সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকরা আসতে শুরু করেন। উত্তর এবং দক্ষিণবঙ্গের পর্যটকেরাও একাধিক বাস এবং ছোট গাড়ি নিয়ে ঢুঁ দেন। ফরেস্টের পাশে পিকনিকের ধুম পড়ে। বেশকিছু পর্যটককে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে বলে আদিনা ফরেস্টের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানিয়েছেন।

    বড়দিনের ছুটি উপভোগ করতে আদিনা ফরেস্টে এসেছিলেন ফরাক্কার নুরুল হাসান কলেজের অধ্যাপক শিস মহম্মদ। বলেন, আমার সঙ্গে পাশের জেলা থেকে অনেকেই এসেছিলেন। মনোরম পরিবেশ দেখে ভীষণ ভালো লেগেছে। 

    জেলা এবং ব্লক প্রশাসনের উদ্যোগে গাজোলের ঐতিহাসিক ‘হামাম’ অর্থাৎ স্নানঘর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এদিন সেটা দেখতে পর্যটকদের বাড়তি উৎসাহ ছিল। পিকনিকের ফাঁকে অনেকে আদিনা মসজিদ দেখে আসেন। 

    গাজোলের রেঞ্জ অফিসার লতিব শেখ বলেন, এবারও ভিড় উপচে পড়েছিল। আমরা ফরেস্টে নজরদারিতে এসেছিলাম। চারটি টিকিট কাউন্টার ছিল।

    পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। শীতের কারণে গতবারের চেয়ে একটু কম টিকিট কম বিক্রি হয়েছে। তবে, কয়েক দিনে ভিড় বাড়বে।  

    আদিনা ইকোপার্কের ইনচার্জ অমিত হালদারের কথায়, এদিন একেবারে দিনের শেষ মুহূর্তে আমাদের এখানে পর্যটকদের ঢল নামে। গত বছরের থেকে এক হাজার টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। আশা করছি, নতুন বছরে আরও ভিড় হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)