নিখোঁজ মেয়ে ফিরে আসার পর পরিবারের উপর হামলা, অস্ত্রের কোপে প্রাণ গেল কাকা-ভাইপোর
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেম। কিন্তু সম্পর্ক মেনে নিতে পারছিল না তরুণীর পরিবার। এরপরেও প্রেমিকাকে নিয়ে বাড়ি ছাড়েন প্রেমিক! এতে ভস্মে ঘি ঢালার জোগাড়। যুবকের পরিবারকে দেখে নেওয়ার হুমকি। এই খবর কানে পৌঁছতে কয়েক ঘণ্টার মধ্যে প্রেমিকাকে নিয়ে গ্রামে ফিরে তাঁর পরিবারের হাতে তুলে দেয় প্রেমিক। মঙ্গলবারের পর বুধবারও এনিয়ে ছিল টানপোড়েন। বৃহস্পতিবার সকালে ওই ঘটনা নিয়ে দুই পরিবার মারপিটে জড়ায়। আর তাতেই প্রাণ গেল প্রেমিক যুবক ও তাঁর কাকার। ঘটনা মাথাভাঙা-১ ব্লকের পূর্ব বালাসিতে। যা ঘিরে দিনভর টানটান উত্তেজনা থাকে হাজরাহাট-১ গ্রাম পঞ্চায়েতে।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন কাকা মানব সরকার (৪৫) এবং ভাইপো যাদব সরকার (২৫)। একই বাড়ির দু’জনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। ঘটনায় যুক্ত দু’জনকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ। ধৃতরা হল সুধীর শিকদার ও কানাই শিকদার। সুধীর তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি। সুধীর শিকদারকে দল এদিনই বহিষ্কার করে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রেমিকাকে বাইকে বসিয়ে গ্রামের বাইরে যান যাদব। এটা দেখে তরুণীর বাড়ির লোকজনকে খবর দেয় কেউ। পরবর্তীতে মেয়েটির পরিবারের লোকজন ছেলের বাড়ির লোকজনকে শাসালে ওই দিনই বাড়িতে ফেরে তরুণী। এনিয়ে বুধবারও দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছিলই। এদিন সকালে ছেলের প্রেমিকের বাড়ির কাছে আত্মীয়ের বাড়িতে যান যাদবের বাবা। অভিযোগ, সেই সময় মেয়ের বাড়ির কয়েকজন তাঁকে দেখে মারতে উদ্যত হয়। খবর পেয়ে যাদব ও তাঁর কাকা মানব সহ পরিবারের লোকজন ছুটে যান। অভিযোগ, সেই সময়ে ছেলের বাড়ির লোকজনের উপর তরুণীর পরিবারের সদস্যরা হামলা করে। দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় যাদব ও মানবকে। ঘটনায় যাদবের পরিবারের আরও পাঁচজন আহত হন। স্থানীয়রাই সকলকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মানব ও যাদবকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।মৃত যাদবের ভাইবউ নিকিতা সরকার বলেন, ভাশুরের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।
নৃশংসভাবে ওদের উপর হামলা করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, হাজরাহাট-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাসিতে দুই পরিবারের মারপিটে দু’জনের মৃত্যু হয়েছে। পাঁচজন জখম হন। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত চলছে।
এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তৃণমূলের হাজরাহাট-১ অঞ্চল সভাপতি উত্তম সরকার বলেন, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বুথ সভাপতি সুধীর শিকদারকে বহিষ্কার করেছেন। পারিবারিক ঝামেলায় উনি জড়িয়ে গিয়েছিলেন। তবে ওই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। কান্নায় ভেঙে পড়েছেন মৃত যাদব সরকারের মা তৃপ্তি সরকার।-নিজস্ব চিত্র