• পুকুরে মা ও আড়াই বছরের মেয়ের দেহ উদ্ধার, দুবরাজপুরে দু’দিন ধরে নিখোঁজ, স্বামী কর্মসূত্রে চেন্নাইয়ে, তদন্তে পুলিশ
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার বড়দিনের আনন্দ বদলে গেল বিষাদে। দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে মা ও একরত্তি মেয়ের মৃতদেহ উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে মা ও মেয়ের মৃত্যু হল, কীভাবেই বা দেহ পুকুরে এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মালা হাজরা(২৫) এবং তাঁর আড়াই বছরের কন্যা বৃষ্টি হাজরা। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকাল থেকে মা ও মেয়ে একসঙ্গেই নিখোঁজ ছিলেন। স্থানীয় কাউন্সিলার ভাস্কর রুজ বলেন, আমার কাছে মঙ্গলবার মালা হাজরার পরিবারের লোকজন এসেছিলেন। ওয়ার্ডের বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। যদিও তাতে কিছু পাওয়া যায়নি। পরিবারের তরফে আত্মীয়স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করা হয়। কিন্তু কোনও সন্ধান মেলেনি। মঙ্গলবার রাতে পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার গৃহবধূর বাপেরবাড়ির লোকজনও দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে ওই মহিলার দেহ ভাসতে দেখেন। স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘণ্টাখানেক পরে পুকুরের জল থেকে আড়াই বছরের শিশুকন্যার দেহও উদ্ধার হয়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতলে পাঠায়। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই রহস্য ঘণীভূত হচ্ছে। বিষয়টি খুন, আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ অবশ্য জানিয়েছে, প্রাথমিকভাবে মহিলা কিংবা শিশুর দেহে খুনের কোনও চিহ্ন মেলেনি।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার স্বামী বর্তমানে চেন্নাইয়ে কর্মরত। শ্বশুর-শাশুড়িও নেই। বাড়িতে মেয়েকে নিয়ে একাই থাকতেন ওই গৃহবধূ। প্রতিবেশী চায়না হাজরা বলেন, কারও সঙ্গে ওদের কোনও শত্রুতা ছিল না। কীভাবে দেহ পুকুরে এল কিছুই বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দা ভারত হাজরা বলেন, ওই গৃহবধূ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। বাচ্চা মেয়েটিও খুব মিশুকে ছিল। বাড়িতে মেয়েকে নিয়ে গৃহবধূ একাই থাকতেন। তাই শ্বশুরবাড়িতে অশান্তির কোনও প্রশ্নই নেই। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে এখনই কিছু বলা সম্ভব নয়।  এই পুকুরে উদ্ধার হয় মা-মেয়ের দেহ। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)