ঘাটাল-রানিচকের কুরনী ঘাটে হবে নয়া সেতু, বন্ধ ভারী যান চলাচল
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল-রানিচক রাস্তার উপর দিয়ে বৃহস্পতিবার থেকে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করা হল। আগামী চার মাস বিশেষ করে কুরানী ঘাটের উপর দিয়ে কোনও ভারী যান চলাচল করবে না বলে দাসপুর-২ ব্লকের খানজাপুর পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে। ওই পঞ্চায়েতের সদস্য সমীরণ বাগ বলেন, ঘাটাল-রানিচক রাস্তার উপর কুরানী ঘাটে নতুন একটি সেতু তৈরির কাজ শুরু হচ্ছে। সেজন্য পুরনো সেতুটি বৃহস্পতিবার থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। যতক্ষণ না নতুন সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে ততদিন ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বৃহত্তর স্বার্থে সাময়িক এই অসুবিধের বিষয়টি মেনে নেওয়ার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাসিন্দাদের আবেদন করা হয়েছে।
গত শতাব্দীর ষাটের দশকে তৈরি কুরানী ঘাটের পুরনো সেতু ২০০৭ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তারপর থেকে দীর্ঘ ১৮ বছর ওই ভগ্নপ্রায় সেতু দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হত সাধারণ মানুষকে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা প্রায় ৮৩ লক্ষ টাকা ব্যয়ে কুরানী ঘাটে একটি সেতু তৈরির কাজে হাত দিয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যেই সেতুর কাজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
১১ কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা ঘাটাল শহরের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পূর্ব সীমান্ত সহ হুগলি ও হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকার সংযোগ রক্ষার প্রধান মাধ্যম। তাই রাস্তার গুরুত্ব অপরিসীম। পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়া জেলার লাখ লাখ মানুষের দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ঘাটাল-রানিচক রাস্তার উপর কুরানী ঘাটে নতুন সেতু তৈরির খবরে তিন জেলার মানুষই খুশি।পঞ্চায়েত সদস্য সমীরণবাবু আরও বলেন, কুরনীঘাটের পুরনো সেতুটি ভাঙার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ইতিপূর্বেই যাতায়াতের সুবিধার্থে সেতুর পাশে একটি অস্থায়ী বাইপাস রাস্তা হয়েছে। তাই নতুন সেতু সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাইক, সাইকেল, অটো, টোটো সহ হাল্কা গাড়ি যাতায়াতের জন্য ওই বিকল্প পথই ব্যবহার করতে হবে। -নিজস্ব চিত্র