অযোধ্যা পাহাড়ে চালু সেলফি জোন, পর্যটকদের নিরাপত্তায় তৎপরতা তুঙ্গে
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বড়দিনকে সামনে রেখে পুরুলিয়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকের ভিড় উপচে পড়েছে। বন কর্তাদের দাবি, বর্ষবিদায় ও বর্ষবরণের মূহূর্তে পর্যটকের ভিড় এক লাফে আরও অনেকটাই বাড়বে। জঙ্গলমহলে আসা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া বন বিভাগ। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মূলত এই মরশুমে হাতির আনাগোনা রুখতে বাড়তি নজরদারি শুরু হয়েছে। একাধিক কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে বাড়তি নজর রাখা হচ্ছে ঝাড়খণ্ড সীমানাবর্তী এলাকার উপর। এছাড়াও জঙ্গল এলাকায় ড্রোনও ওড়ানো হচ্ছে।
ডিএফও অঞ্জন গুহ বলেন, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। তাই ঝাড়খণ্ড সীমানা এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। নজরদারি জোরদার করতে ড্রোন ওড়ানো হচ্ছে। কোনওভাবে সীমানা পেরিয়ে হাতির দল চলে এলেও দ্রুত যাতে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে বড়দিনের বিশেষ মূহূর্তে পুরুলিয়া বন বিভাগ পর্যটকদের জন্য এনেছে বড় উপহার। বৃহস্পতিবার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের জন্য উদ্বোধন করা হল সেল্ফি জোনের। জঙ্গলমহলের লোকসংস্কৃতিকে মূলত সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেল্ফি জোনের উদ্বোধন করেন খোদ ডিএফও। এছাড়াও অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক অযোধ্যা পাহাড় বরাবরই পর্যটকদের নজর কাড়ে। তবে এই সেল্ফি জোন এবার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাসেরও বেশি আগে ঝাড়খণ্ড থেকে একদল হাতি পুরুলিয়ার জঙ্গলে ঢুকে পড়েছিল। হাতির দলটি প্রায় এক মাস ধরে ঝালদা, বাঘমুন্ডি, অযোধ্যা ও মাঠা রেঞ্জ এলাকা দাপিয়ে শেষ অবধি ঝাড়খণ্ড ফিরে যায়। তবে এখনও ঝাড়খণ্ড সীমানা এলাকায় একাধিক হাতির দলের আনাগোনা রয়েছে বলে বনকর্তাদের দাবি। এই পরিস্থিতিতে তাঁরা পড়শি রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। জোর করে যাতে হাতির দলকে এপারে না পাঠিয়ে দেওয়া হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এই কাজে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকায় প্রায় ১৫০ জন বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন বলে খবর মিলেছে। অন্যদিকে, মোট ১৪টি কিউআরটি প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে প্রতিনিয়ত ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে।
বড়দিনে পর্যটকদের জন্য বড় উপহার। অযোধ্যায় বনদপ্তরের তরফে উদ্বোধন হল সেলফি জোন।