বহরমপুরে বড়দিনে গির্জায় ভিড় মানুষের, অংশ নিলেন প্রার্থনাতে
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বড়দিনের আনন্দে মাতোয়ারা নবাবি মুলুক। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গির্জাগুলি। বুধবার সন্ধ্যা থেকেই বহরমপুর শহরের বিভিন্ন গির্জায় ভিড় করে সাধারণ মানুষ। বৃহস্পতিবার বড়দিনের সকাল থেকেই গির্জাগুলিতে প্রার্থনার আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন তাঁরা। গির্জার বাইরে কেক বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় ব্যাপক ভিড় হয় ক্যাথলিক চার্চে। বহরমপুরের গির্জা মোড়, ওয়াইএমএ ময়দানের সামনের চার্চেও মানুষ ভিড় করেছেন। সেখানে সাজিয়ে তোলা হয়েছে প্রার্থনা ঘর। খ্রিস্টান ধর্মালম্বী ছাড়াও বহরমপুরে অন্য ধর্মের মানুষরাও এদিন গির্জায় প্রবেশ করেন। পার্ক থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলিতে এদিন ব্যাপক ভিড় ছিল। গির্জাগুলির সামনে অস্থায়ী দোকান বসে। সেখানেও কেক থেকে বিভিন্ন ঘর সাজানোর জিনিসের পসরা নিয়ে বসেছিলেন বিক্রেতারা।
গির্জার মোড়ের কেক বিক্রেতা হারাধন অধিকারী বলেন, আমরা একদিনের জন্য তাঁবু লাগিয়ে দোকান দিলাম। বিভিন্ন রকমের কেক আমাদের স্টলে রেখেছি। তবে রিচ ফ্রুট কেকের চাহিদা সবথেকে বেশি।
বহরমপুরের বাসিন্দা সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, বড়দিনের উৎসবে আমরা সকলেই মেতে উঠি। এদিন সকালে বাড়িতে সকলে মিলে কেক খেয়েছি। প্রতিবার ক্যাথলিক চার্চে আসি। এবারও ছেলেমেয়েদের নিয়ে এলাম। নবগ্রামের বাসিন্দা রণ জোসেফ বলেন, গতরাতে আমরা গির্জায় প্রার্থনা সেরেছি। এদিন বহরমপুর শহরে ঘুরতে এসেছি। এখানকার গির্জাগুলিতে ঘুরে দুপুরে বাইরে খেয়ে বাড়ি ফিরব।
বড়দিন উপলক্ষ্যে শহরের বিভিন্ন হোটেল এবং রেস্তরাঁতে নানা অফার দেওয়া হয়। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে একটি ফুড কোর্টে বিরিয়ানির দোকানের কর্ণধার অনিকেত ঘোষ বলেন, বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে আমাদের বিরিয়ানি এক্সপ্রেসে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ ভিড় করছেন। বিরিয়ানির পাশাপাশি আমরা বিভিন্ন সাইড ডিশও রাখছি।
এদিন ব্যারাক স্কোয়ার ময়দানেও প্রচুর মানুষ ঘুরতে আসেন। হরিহরপাড়ার বাসিন্দা তুষারকান্তি দাস বলেন, এদিন আমরা সকলে মিলে পিকনিক করেছি। দুপুরবেলায় পিকনিক করে বিকেলে বহরমপুর এবং নবগ্রামের বিভিন্ন গির্জায় ঘুরতে বেরিয়েছি। সন্ধ্যায় আজিমগঞ্জের কয়েকটি চার্চে যাব। -নিজস্ব চিত্র