• হাওড়ার কদমতলায় হবে বুলেভার্ড মার্কেট, রাস্তা দখল করে বাজার বসা বন্ধ হবে
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এইচআইটি রোডের দু’পাশে সারি সারি অস্থায়ী দোকান। স্থানীয় কদমতলা বাজারের একটি বড় অংশ বর্তমানে চলে এসেছে রাস্তার পাশে। ফলে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত লোকসভা নির্বাচনের প্রচারে এসে বিষয়টি লক্ষ্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোর জন্য মার্কেট তৈরির নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী অবশেষে এইচআইটি রোডের উপর বুলেভার্ড মার্কেট তৈরির কাজে হাত দিল প্রশাসন। আগামী ৬ মাসের মধ্যে ৩০০টিরও বেশি স্টল যুক্ত মার্কেট তৈরি হবে এখানে।

    হাওড়ার কদমতলা শহরের ঘিঞ্জি এলাকাগুলোর মধ্যে একটি। বাজারের জায়গা নিয়ে এখানে সমস্যা দীর্ঘদিনের। বহু বছর আগে একটি নির্দিষ্ট জায়গায় বাজার বসলেও গত পাঁচ বছরে এইচআইটি রোডের দু’পাশ দখল করে একটু একটু করে জায়গা করে নিয়েছে অস্থায়ী দোকানগুলি। শাকসবজি, ফুল-ফল থেকে মাছ-মাংসের দোকান পর্যন্ত চলে এসেছে রাস্তার পাশে। এই কদমতলা বাজার থেকেই কলকাতার একাধিক রুটের বাস ছাড়ে। ফলে সকাল থেকেই যানজট তীব্র আকার নেয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে পদযাত্রার সময়ে রাস্তা দখল করে বাজার বসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বাজার উঠিয়ে যাতে স্টল তৈরি করে বিক্রেতাদের পুনর্বাসন দেওয়া হয়, সে ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশও দিয়েছিলেন। প্রশস্ত এইচআইটি রোডের মাঝের ডিভাইডারের অংশে সৌন্দর্যায়নের কথা থাকলেও এতদিন সেই জায়গাটি আবর্জনায় ভরে গিয়েছিল। রাস্তার মাঝ বরাবর সেই অংশ এবার পরিষ্কার করে ব্যুলেভার্ড মার্কেট তৈরি হতে চলেছে।

    বৃহস্পতিবার এই কাজ খতিয়ে দেখতে যান জেলাশাসক পি দিপাপ প্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী ও হাওড়া পুরসভার পদস্থ কর্তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে মার্কেটের কাজ শেষ করবে কেএমডিএ। মোট ৩২০টি স্টল থাকবে সেখানে। বর্তমানে কদমতলা বাজারের প্রায় ১৬০ জন বিক্রেতা অস্থায়ীভাবে দোকান দেন। তাদের পুনর্বাসন দেওয়া হবে এখানে। মার্কেট তৈরিতে খরচ হবে প্রায় ৩ কোটি টাকা।

    বিষয়টি নিয়ে প্রাক্তন মেয়র পরিষদের সদস্য তথা স্থানীয় কাউন্সিলার দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তখনই বাজার কমিটির সঙ্গে কথা বলেছিলাম। অস্থায়ী দোকানদারেরা এতে ভীষণ উপকৃত হবেন।

    হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, মার্কেটে কাদের পুনর্বাসন দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই দুবার সমীক্ষা করা হয়েছিল। স্টলপ্রাপকদের তালিকা জেলা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে। প্রায় ৪০ বছর ধরে রাস্তার পাশেই সবজি বিক্রি করছেন ভারতী দাস, সনাতন মাজিরা। তাঁরা বলেন, বর্ষার সময় এই রাস্তা জলে ডুবে যায়। তখন বাজার নিয়ে বসতে খুব সমস্যা হতো। সরকার স্টল করে দিলে তো খুব ভালো হয়।

    স্থানীয় ব্যবসায়ীদের কথায়, কদমতলা বাজারের জায়গা নিয়ে সমস্যা মিটলে দুঃসহ যানজট পরিস্থিতিও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
  • Link to this news (বর্তমান)